ফরিদপুরে ট্রেনের কাটায় বৃদ্ধের মৃত্যু
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:২১:৪৪ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩
- / ৪০৪ বার পড়া হয়েছে

// বিশেষ প্রতিনিধি //
ফরিদপুরের বোয়ালমারীতে ট্রেনে কাটা পড়ে পরিতোষ পাল (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যুর ঘটনা ঘটেছে। তিনি উপজেলার চতুল ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা।
বুধবার দুপুরের দিকে ওই এলাকার বাইখির-বনচাকী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি বোয়ালমারী রেল স্টেশনের বুকিং অফিসার দেলোয়ার হোসেন নিশ্চিত করেছেন।
জানা যায়, উপজেলার চতুল ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা পরিতোষ পাল দীর্ঘদিন বিভিন্ন রোগে ভুগতে ভুগতে মানসিক ভারসাম্যহীন ভাবে চলাফেরা করতেন। বুধবার বেলা আড়াইটার দিকে রেললাইন পার হওয়ার সময় রাজবাড়ী-ভাটিয়াপাড়াগামী লোকাল ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
পরবর্তিতে রাজবাড়ী থেকে আসা রেলওয়ে পুলিশ লাশ নিজেদের হেফাজতে নিয়ে যায়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে।
ফরিদপুরের বোয়ালমারী থানার ওসি মুহাম্মদ আব্দুল ওহাব জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশের জিম্মায় দেয়া হয়েছে। বিষয়টি তারা দেখভাল করছেন।