মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ১০:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কয়লা সংকটে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট ৫ দিন ধরে বন্ধ কলমাকান্দায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল শিক্ষার্থীর দেশের ৫ বিভাগসহ ১১ অঞ্চলে তাপদাহ ফের ক্ষমতায় আসতে পারেন হাসিনা ও মোদি: দ্য ইকনোমিস্ট নির্বাচনের আগে বিদ্যুতের দাম বাড়ানোর পরিকল্পনা নেই যুক্তরাষ্ট্রের সাথে টানাপড়েন হলে আলোচনায় সমাধান: আইনমন্ত্রী সরকারের সুর নরম হয়েছে: ফখরুল ভাঙছে মেয়েদের সাফজয়ী দল আফগান সিরিজের প্রাথমিক তালিকা প্রস্তুত, নেই রিয়াদ মাগুরায় অশ্লীল ভিডিও ধারণ ও জিম্মি করে মুক্তিপণ দাবী করা চক্রের মূলহোতাসহ গ্রেফতার ২ নারী মাদারগঞ্জে আওয়ামী লীগ নেতার মা’র জানাজায় মির্জা আজম মহিপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকাকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন শ্রীপুরে আ.লীগের সদস্য নবায়ন ও সংগ্রহ কার্যক্রম উদ্বোধন  গলাচিপায় প্রবীণ শিক্ষকের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক ঝিকরগাছায় বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

ফরিদপুরের একজন মোসলেম বিশ্বাসের কাহিনী

ফরিদপুরের একজন মোসলেম বিশ্বাসের কাহিনী

// নাজিম বকাউল, বিশেষ প্রতিনিধি //

ফরিদপুরের টেপাখোলা এলাকার নিবাসী মোসলেম বিশ্বাস। ১৯৭০/৭১ ’সালে ছিলেন তিনি ক্ষুদে ব‍্যবসায়ী। অনেক কষ্টের জীবন তার। কষ্ট করেছিলেন বিধায় আজ মোসলেম বিশ্বাস ক্ষুদে ব‍্যবসায়ি থেকে কোটিপতি ব‍্যবসায়ি হতে পেরেছেন।
১৯৭১’ সালে দেশে অভাব কি করবে মোসলেম বিশ্বাস। অনেক চিন্তা ভাবনা করে শুরু করলেন ধামায় করে বাজারে বাজারে গিয়ে চাল বিক্রি। ওই সময় খাদ‍্য বিভাগের ডিলারদের জমজমাট ব‍্যবসা ছিল। ওই ডিলারদের নিকট থেকে চাল ক্রয় করে ধামাতে করে বিক্রি করতেন। মোসলেম বিশ্বাসের পরিশ্রম ও সততা আত্মবিশ্বাস দেখে এগিয়ে এলেন তার সাথে ব‍্যবসা করতে মাওলানা আব্দুল মান্নান । এ ব‍্যবসার পাশাপাশি মাওলানা আঃ মান্নানের সাথে শুরু করলো নতুন ব‍্যবসা। সে ব‍্যবসাটি হলো চিটাগাং ও বান্দরবন থেকে আনারস, কলাসহ বিভিন্ন কাঁচা খাদ্যদ্রব‍্য ফরিদপুরসহ বিভিন্ন এলাকায় গিয়ে বিক্রি শুরু করলেন এবং ব‍্যবসায় ভালো সুফল পেলেন।
তার পর থেকে আর মোসলেম বিশ্বাসের পিছনের দিক তাকাতে হয় নাই। আজ ফরিদপুর জেলায় বিশিষ্ট
ব‍্যবসায়ী হিসাবে সকলের কাছে সুপরিচিত নাম মোসলেম বিশ্বাস।

মোসলেম বিশ্বাস একজন সফল পিতা ও তার ৩ মেয়ে ও ১ ছেলে। বড় দুই মেয়ে ডাক্তার। বড় মেয়ে ডাক্তার তানিয়া জেসমিন মুক্তা, মেজো মেয়ে ডাক্তার জেরিন তাজরিন রুপা, তৃতীয় মেয়ে মৌমিতা বিশ্বাস এ‍্যানি, এক ছোট ছেলে মমিন বিশ্বাস উচ্চ লেখাপড়ার কর্মরত আছে।

মোসলেম বিশ্বাস একজন সমাজ সেবক ও বটে। এলাকার কারো কোন সমস্যা হলো তিনি আর্থিক সহযোগীতা, চিকিৎসাসেবা ও লেখাপড়া এমনকি বিয়ে খরচও  বহন করে থাকেন। তবে যাকে যতো টুকু পারেন সহযোগীতা করে থাকেন এবং বলে দেন, কাউকে কিছু বলতে হবে না আমি তোমাকে সহযোগীতা করেছি।

মোসলেম বিশ্বাসের দুই ময়দার মিল, পাঁচটি ট্রাকসহ অন্যান্য ব্যবসা রয়েছে। খাদ্য বিভাগের পরিবহন সারাদেশ ব‍্যাপী ও পুলিশ বিভাগে সহবরাহকারী ব্যবসাসহ একাধিক ব‍্যবসা রয়েছে।

মোসলেম বিশ্বাস দুটি ঈদ গরীবদের মাঝে খাদ‍্য সামগ্রী শাড়ি কাপড় টাকা পয়সা দিয়ে থাকেন। ফরিদপুর দশ জন বিশিষ্ট টাকা ওয়ালা ব‍্যবসায়ী থাকলে তার মধ্যেএকজন মোসলেম বিশ্বাস বলে জানান একাধিক ফরিদপুরের ব‍্যবসায়ীরা।

এ বিষয়ে বিশিষ্ট ব‍্যবসায়ি মোসলেম বিশ্বাস জানান, কষ্ট করলে মিষ্টির লাগোর পাওয়া যায়। আমি জীবন অনেক কষ্ট করে এ পযর্ন্ত এসেছি। অনেক গরীব ভালো-মন্দ সকলের দোয়া আছে আমার প্রতি বলে আমি মনে করি।

টেপাখোলা বাজার এলাকার শতাধিক লোকেরা জানান, মোসলেম বিশ্বাস একজন ভালো সাদা মনের মানুষ। তার অবদান ভোলার না। তারা আরো বলেন, তিনি একজন ভালো সমাজসেবক । আমারা তার দীর্ঘায়ু কামনা করি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *