প্রেসিডেন্সিয়াল বিতর্কের পর এগিয়ে কমলা
- আপডেট সময় : ০১:৪৫:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪
- / ৪৩২ বার পড়া হয়েছে
গত ১০ই সেপ্টেম্বর আমেরিকার প্রেসিডেন্সিয়াল বিতর্কের পর ডেমোক্র্যাট পালে নতুন করে হাওয়া লেগেছে। আসন্ন নির্বাচনে বিভিন্ন জনমত জরিপে জয়ের সম্ভাবনায় এগিয়ে আছেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। বিতর্কের পর রয়টার্সের করা জরিপে কমলার জয়ের সম্ভাবনা দাঁড়িয়েছে ৪৭ শতাংশে। তার চেয়ে ৫ ধাপ পিছিয়ে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের জয়ের সম্ভাবনা ৪২ শতাংশ।
মঙ্গলবারের বিতর্কের পরপরই সিএনএন পরিচালিত জরিপে দেখা গেছে, কমলাকে ৬৩ শতাংশ আর ট্রাম্পকে মাত্র ৩৭ শতাংশ দর্শক বিজয়ী মনে করছেন। তবে বিতর্কে বিজয়ী হওয়ার পরও সামনে চ্যালেঞ্জিং সময় কমলার। ডেলাওয়্যারের উইলমিংটনে কমলার প্রচারণা সদরদপ্তর এখনও উত্তেজনাপূর্ণ। তাঁর প্রচারশিবিরের একজন সিনিয়র সহকারী সিএনএনকে বলেছেন, নির্বাচনে তাদের জয়ের সম্ভাবনা ৫০-৫০। ভোটে অবিশ্বাস্য রকমের হাড্ডাহাড্ডি লড়াই হবে। বিজয়ের আগ পর্যন্ত আমাদের বিশ্রাম নেওয়ার সুযোগ নেই।
ভাইস প্রেসিডেন্ট কমলা ডেমোক্র্যাটদের মধ্যে নতুন উদ্যম ও উচ্ছ্বাস তৈরি করেছেন। বিতর্কের পরপরই পপ সেনশেসন টেইলর সুইফটের দৃঢ় সমর্থনকেও কাজে লাগাচ্ছে কমলাশিবির। তারা আশা করছে, পপ মেগাস্টারের অনুগত ফ্যানদের মধ্যে কমলাকে নিয়ে আগ্রহের নতুন দ্বার খুলতে পারে। এমনকি রিপাবলিকান প্রার্থীর ঘনিষ্ঠজনও স্বীকার করছেন, কমলা ভাগ্যনির্ধারণী এ লড়াইয়ে জিতে গেছেন।