প্রেমের ফাঁদে ফেলে ১২ বছরের শিশুকে ধর্ষণ : মামলা দায়ের
- আপডেট সময় : ০৭:০৭:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০২২
- / ৪২৩ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে প্রেমের ফাঁদে ফেলে ১২ বছরের শিশুকন্যাকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ধর্ষিতার মা বাদী হয়ে শাহজাদপুর থানায় মামলা দায়ের করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের হামলাকোলা উত্তরপাড়া মহল্লায়।
এলাকাবাসী জানায়, উপজেলার পোরজনা ইউনিয়নের জিগারবাড়িয়া উত্তর পাড়া মহল্লার মৃত রফিকুল ইসলামের ১২ বছর বয়সী শিশু কন্যাকে পার্শ্ববর্তী হাবিবুল্লাহনগর ইউনিয়নের রতনকান্দি পূর্বপাড়া মহল্লার মোঃ শাহদৎ সরকারের ছোট ছেলে দুই সন্তানের জনক মোঃ কন্নু সরকার (৩২) প্রেমের ফাঁদে ফেলে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পরে। পরে বিষয়টি শিশুর মা জানতে পেরে লম্পট কন্নুকে শাসিয়ে মেয়েকে নানার বাড়ি উপজেলার জামিরতাতে পাঠিয়ে দেয়।
পরে লম্পট কন্নু ৩/৪ জন বন্ধুকে সাথে নিয়ে গত মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে শিশু কন্যাটিকে ভূলিয়ে ভালিয়ে জামিরতা থেকে হাবিবুল্লাহনগর ইউনিয়নের হামলাকোলা উত্তর পাড়া গ্রামে বন্ধুর বাড়িতে নিয়ে ধর্ষণ করে রতনকান্দি এলাকার রাস্তার পাশে রেখে পালিয়ে যায়।
পরে এদিন দুপুরে শিশু কন্যাটির মা অনেক খোজাখুজি করে রতনকান্দিগ্রামে এসে তার মেয়েকে খুঁজে পায়। এ ঘটনায় মা তার শিশু কন্যাটিকে নিয়ে লম্পট কন্নুর বাড়িতে গেলে কন্নুর মা ও তার স্বজনরা শিশু কন্যা ও তার মাকে মারধোর করে বাড়ি থেকে বের করে দেয়।
পরে এদিন সন্ধায় ধর্ষিত শিশুটির মা বাদী হয়ে শাহজাদপুর থানায় একটি মামলা দায়ের করে।
এ ঘটনার পর থেকে লম্পট কন্নু আত্মগোপন করেছে বলে জানা গেছে।
এ ব্যাপারে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নজরুল ইসলাম মৃধা বলেন, এ বিষয়ে থানায় মামলা দায়ের হয়েছে। আসামীকে দ্রæত গ্রেফতারে পুলিশী তৎপরতা অব্যাহত রয়েছে।