প্রশংসায় ভাসছেন জনপ্রতিনিধি আজাদ হোসেন
রাজু আহমেদ রমজান, সুনামগঞ্জ প্রতিনিধি
- আপডেট সময় : ০৭:২২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩
- / ৫১২ বার পড়া হয়েছে

নির্বাচন পূর্ববর্তী দেয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন করায় উচ্ছ্বসিত জনগণের প্রশংসায় ভাসছেন আলহাজ্ব মো. আজাদ হোসেন। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বালিজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তিনি।
এলাকাবাসী জানিয়েছেন, ইউনিয়নের নয়াহাট থেকে আনোয়ারপুর বাজার পর্যন্ত সড়কপথে চলাচল উপযোগী করে নির্বাচনী ওয়াদা পূরণ করলেন জনতার এই জনপ্রতিনিধি। দুই যুগেরও বেশি সময় ধরে স্বপ্নের সড়কপথ চলাচল উপযোগী হওয়ায় বেজায় খুশি সর্বস্তরের জনগণ। ফুরফুরে মেজাজে ওই জনপ্রতিনিধির প্রশংসায় এখন পঞ্চমুখ এলাকার সর্বস্তরের জনগণ।
জানতে চাইলে আলহাজ্ব মো.আজাদ হোসেন বলেন, নয়াহাট গ্রামবাসীকে আশ্বস্ত করেছিলাম নির্বাচিত হলে দীর্ঘদিনের দাবী পূরণে বদ্ধপরিকর থাকবো। তাই কথা রেখেছি। এখন একটি মডেল ইউনিয়নে রুপান্তরিত করতে চেষ্টা অব্যাহত রয়েছে।
আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ইউনিয়নবাসীসহ দেশবাসীর সহযোগিতা চাইলেন নন্দিত এই জনপ্রতিনিধি।
বাখ//আর