সোমবার, ২০ মার্চ ২০২৩, ০৬:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
একডালা ইউনিয়ন আ.লীগের সভাপতি ফটিক সম্পাদক মজিদ কলাপাড়া আইনজীবী কল্যাণ সমিতির সভাপতি নাথুরাম : সম্পাদক আনোয়ার নির্বাচিত গলাচিপায় ইউএনও’র প্রেস ব্রিফিং কলাপাড়ায় কোরআনে হেফজ সবক অনুষ্ঠান অনুষ্ঠিত সূর্যমুখী’র সাথে হাঁসছে কৃষক গাজীপুরে মেয়র প্রার্থীতা ঘোষণা মামুন মন্ডলের শালিখায় পানি সরবরাহের স্মল স্কিম বাস্তবায়ন বিষয়ক অবহিতকরন সভা  লালমনিরহাটে জমি ও গৃহ প্রদান বিষয়ে প্রেস ব্রিফিং এ কেমন শত্রুতা পশ্চিম রেলওয়ের সরঞ্জাম নিয়ন্ত্রক অধিদপ্তরের কেনাকাটায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উজিরপুরে উপজেলা উন্নয়ন সমন্বয় ও আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মঠবাড়িয়ার কিশোর গ্যাংয়ের ধারালো অস্ত্রের কোপে যুবক জখম বাঙালহালিয়ায় ইসলামী ব্যাংকের আউটলেট শাখার উদ্বোধন কলমাকান্দায় উপজেলা প্রশাসনের প্রেস ব্রিফিং  ভাঙ্গায় ভূমিহীন ও গৃহহীন পরিবার পুনর্বাসন ও গৃহ হস্তান্তর বিষয়ক সংবাদ সম্মেলন

প্রভাস-কৃতির বিয়ের গুঞ্জন কি সত্যি

প্রভাস-কৃতির বিয়ের গুঞ্জন কি সত্যি

বিনোদন ডেস্ক : 

এতদিনের প্রেমের গুঞ্জনকে সত্য করে জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। পাত্র, দক্ষিণী তারকা অভিনেতা প্রভাস। আংটি বদল সেরে ফেলতে চান চর্চিত এই জুটি। কৃতি বরাবরই সমুদ্রপ্রেমী। ঘুরতে খুবই ভালোবাসেন। শোনা যাচ্ছে, কৃতির অন্যতম পছন্দের জায়গা মালদ্বীপেই আংটি বদল করতে চলেছেন কৃতি-প্রভাস।

‘আদিপুরুষ’ ছবিতে একসঙ্গে কাজ করেছেন কৃতি ও প্রভাস। সেই থেকেই তাদের প্রেমের গুঞ্জনের সূত্রপাত। ছবিতে কাজ করার সময় নাকি একসঙ্গে অনেকটা সময় কাটিয়েছেন তারা। ছবির টিজার মুক্তির দিনে মঞ্চেও চোখে পড়েছে তাদের দু’জনের রসায়ন।

কখনও একে অপরের সঙ্গে কথা বলছেন, কখনও আবার দু’জনের মুখেই একগাল হাসি। পরস্পরের সঙ্গ যে চুটিয়ে উপভোগ করেন দুই তারকা, তা আর বলার অপেক্ষা রাখে না।

তবে গুঞ্জন সত্ত্বেও কখনও জনসমক্ষে সম্পর্কের কথা স্বীকার করেননি দু’জনের কেউই। কৃতিকে এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি সাফ জানান, তিনি সিঙ্গল।সম্পর্কের বিষয়ে মুখ খোলেননি প্রভাসও। তবে প্রেমের গুঞ্জন তাতে থেমে থাকেনি।

গত বছর ‘ভেড়িয়া’ ছবির প্রচারে গিয়ে কৃতির প্রেমের কথা প্রায় ফাঁস করে দিয়েছিলেন বলিউড অভিনেতা বরুণ ধওয়ান। করন জোহর একটি রিয়্যালিটি শো-তে বরুণকে বলেছিলেন বলিউডের এমন নায়িকাদের নাম বলতে, যারা সিঙ্গল। বরুণের সেই তালিকায় নাম ছিল না কৃতির। বরুণকে প্রশ্ন করায় তিনি মজার ছলে উত্তর দেন, কৃতির নাম অন্য কারও মনে আছে, যিনি এখন মুম্বইয়ে নেই, দীপিকার সঙ্গে শুটিংয়ে ব্যস্ত রয়েছেন।

বরুণ যে প্রভাসের দিকেই ইঙ্গিত করছেন, তা বুঝতে সময় লাগেনি অনুরাগীদের। এবার হাওয়ায় ভাসছে আংটি বদলের গুঞ্জন। তবে এটি নেহাত গুঞ্জন, নাকি সত্যিই আংটি বদল করছেন কৃতি ও প্রভাস? উত্তরের অপেক্ষায় অনুরাগীরা।

উল্লেখ্য, প্রভাস-কৃতি প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করেছেন ‘আদিপুরুষ’ সিনেমায়। ওম রাউত নির্মিত এই ছবি নির্মিত হয়েছে প্রায় ৫০০ কোটি রুপি বাজেটে। যদিও এর টিজার প্রকাশের পর তীব্র সমালোচনার শিকার হয়েছিলো দুর্বল নির্মাণের কারণে। আগামী ১৬ জুন ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। সূত্র: এনডিটিভি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *