নিজস্ব প্রতিবেদক :
সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের এমপি প্রফেসর মেরিনা জাহান কবিতার আবেদনের প্রেক্ষিতে এবং প্রধানমন্ত্রীর সানুগ্রহে জাতির পিতার নামে শাহজাদপুরে প্রতিষ্ঠিত বঙ্গবন্ধু মহিলা ডিগ্রি কলেজকে জাতীয়করণ করেছে সরকার।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মীর তায়েফা সিদ্দিকা স্বাক্ষরিত আদেশ সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ-৬ এর সংসদ সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা মাননীয় প্রধানমন্ত্রী সমীপে একটি আবেদনপত্র দাখিল করেন। সেই আবেদনের প্রেক্ষিতে বঙ্গবন্ধু মহিলা ডিগ্রি কলেজকে জাতীয়করণের প্রস্তাব অনুমোদন দেন প্রধানমন্ত্রী।
একইসাথে এই আদেশে বঙ্গবন্ধু মহিলা ডিগ্রি কলেজ,শাহজাদপুর, সিরাজগঞ্জ জাতীয়করণের লক্ষ্যে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করা হয়েছে।