আন্তর্জাতিক ডেস্ক: প্রথমবারের মতো একটি ব্যক্তিগত মিশনে মহাকাশ ভ্রমণে গেলেন সৌদি আরবের ২ নভোচারী। এদের মধ্যে একজন হলেন সৌদির প্রথম নারী নভোচারী রায়ানাহ বার্নাবি এবং অপরজন হলেন আলি আল-কারনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।
তবে তাদের সাথে আরও দুজন নভোচারী রয়েছেন। চার সদস্যের এই মিশনের অপর দুই সদস্য হলেন যুক্তরাষ্ট্রের পেগি হুইটসন ও জন শফনার।
যুক্তরাষ্ট্রের বেসরকারি মহাকাশ সংস্থা অ্যাক্সিওম স্পেস আয়োজিত এই মিশনের নাম দেওয়া হয়েছে এএক্স-টু।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় রোববার বিকাল ৫টা ৩৭ মিনিটে ফ্লোরিডার কেপ ক্যানাভেরালের কেনেডি স্পেস সেন্টার থেকে মিশনটির যাত্রা শুরু হয়। তাদের বহনকারী স্পেস এক্সের ফ্যালকন নাইন রকেটটি ১৬ ঘণ্টা পর আজ সোমবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছাবে। সেখানে প্রায় ৮ দিন কাটাবেন তারা।
এএক্স-টু মিশনের এই নভোচারী দলটি মহাকাশে অবস্থানরত ৭ নভোচারীর সাথে যুক্ত হবেন। স্পেস এক্সের এই মিশনে নাসার সাবেক নভোচারী পেগি হুইটসন বাদে বাকি ৩ জনই অর্থপ্রদানকারী গ্রাহক হিসেবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গেছেন।