প্রকাশিত সংবাদের প্রতিবাদ
- আপডেট সময় : ১১:৫৮:১২ পূর্বাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩
- / ৬৯১ বার পড়া হয়েছে
গত ১২ সেপ্টম্বর ২০২৩ ইং তারিখ ‘বাংলা খবর বিডি’ এবং ‘বার্তা বাজার’ নামে দু’টি অনলাইন পোর্টালে ‘নেছারাবাদে নিয়মিত বিদ্যালয়ে আসেনা প্রভাবশালী শিক্ষক’ শিরোনামে যে সংবাদটি প্রকাশিত হয়েছে তা আমার দৃষ্টিগোচর হয়েছে। উক্ত শিরোনামের সংবাদে আমাকে জড়িয়ে যে সংবাদ লেখা হয়েছে তা সম্পূর্ন মিথ্যা ও ভিত্তিহীন। তাই আমি ওই সংবাদটির প্রতিবাদ জানাচ্ছি।
সংবাদে লেখা হয়েছে, আমি বিদ্যালয়ে মাঝে মধ্যে দেরি করে আসি। তার প্রকৃত তথ্য হল, আমি বিদ্যালয়ের একজন নিয়মিত শিক্ষক। আমার বিশেষ কোন প্রয়োজন হলে আমার প্রাণের বিদ্যালয় ৪৮নং দক্ষিণ কামারকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অনুমতি ছাড়া আমি বিদ্যালয় থেকে কোথাও যাইনা। এমনকি বিদ্যালয়ে আসতে দেরি করিনা। সংবাদে আরও, উল্লেখ করা হয়েছে, আমার শিক্ষা অফিস বরাবর বিদ্যালয়ের স্থানীয় বিশজন অভিভাবক লিখিত অভিযোগ করেছেন। তার প্রকৃত ঘটনা হল, বিশজন অভিভাবকর স্বাক্ষরসহ ওই অভিযোগ সম্পূর্ন ভুয়া। ওই বিশজন অভিভাবকের আবেদনের নামের সাথে আমার বিদ্যালয়ের অভিভাবকের নামের কোন মিল নেই। মূলকথা হল, চক্রটি ভুয়া অভিভাবক বানিয়ে নিজেরা স্বাক্ষর করে ওই মিথ্যা অভিযোগ দিয়েছে। তাই আমি ওই নিউজের প্রতি ঘৃনা ও প্রতিবাদ জানাচ্ছি।