ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी
আজকের সেহরি ও ইফতার ::
ঢাকায় সেহেরি ৪:৩৩ মি. ইফতার ৬:১৭ মি.:: চট্টগ্রামে সেহেরি ৪:২৮ মি. ইফতার ৬:১১ মি. :: রাজশাহীতে সেহেরি ৪:৩৯ মি. ইফতার ৬:২৪ মি. :: খুলনায় সেহেরি ৪:৩৭ মি. ইফতার ৬:২০ মি. :: বরিশালে সেহেরি ৪:৩৪ মি. ইফতার ৬:১৭ মি. :: সিলেটে সেহেরি ৪:২৬ মি. ইফতার ৬:১১ মি. :: রংপুরে সেহেরি ৪:৩৭ মি. ইফতার ৬:২২ মি. :: ময়মনসিংহে সেহেরি ৪:৩২ মি. ইফতার ৬:১৭ মি. ::::

পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩২:০২ অপরাহ্ন, বুধবার, ১৬ নভেম্বর ২০২২
  • / ৪৪১ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক ডেস্ক : 

সম্ভাব্য একটি রুশ ক্ষেপণাস্ত্র ইউক্রেনের প্রতিবেশী রাষ্ট্র পোল্যান্ড ভূখণ্ডে বিস্ফোরণে অন্তত দুজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) রাতে পোলিশ মিডিয়া এবং বার্তা সংস্থা এপি এ তথ্য নিশ্চিত করেছে।

এ দিনের হামলাকে প্রায় ৯ মাসের রুশ আগ্রাসনের মধ্যে সবচেয়ে মারাত্মক বলে জানিয়েছে কিয়েভ। কিছু ক্ষেপণাস্ত্র পশ্চিমাঞ্চলীয় লিভিভ শহরে আঘাত হেনেছে। শহরটির দূরত্ব পোল্যান্ড সীমান্ত থেকে ৮০ কিলোমিটারেরও কম।

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সদস্য পোল্যান্ড। সদস্য দেশগুলোর সম্মলিতি প্রতিরক্ষার বিষয়ে ন্যাটো অঙ্গীকারবদ্ধ। ইচ্ছাকৃত কিংবা দুর্ঘটনাবশত হোক, রাশিয়ার হামলার কারণে সৃষ্ট এই বিস্ফোরণ শঙ্কা বাড়িয়েছে।

পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতেউস মোরাউইকি জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষাবিষয়ক একটি সরকারি কমিটির জরুরি বৈঠক ডেকেছেন এবং দেশের জনগণকে এ পরিস্থিতিতে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।

পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা বলেন, এই ক্ষেপণাস্ত্র হামলা কারা চালিয়েছে তা এখনো নিশ্চিত নয়। তবে এটি সম্ভবত রাশিয়ার তৈরি ক্ষেপণাস্ত্র। বিষয়টি এখনো তদন্তাধীন। এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মস্কো এ হামলার সঙ্গে জড়িত নয়।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের ঘটনায় ‘খুবই উদ্বিগ্ন’ বলে জানিয়েছে আল-জাজিরা।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো এবং শিল্পোন্নত গণতান্ত্রিক দেশগুলোর জোট জি-৭ এ ঘটনায় জরুরি বৈঠক ডেকেছে। এ ঘটনায় পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদার সঙ্গে ফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

বিবিসির খবরে বলা হয়েছে, পোল্যান্ড সীমান্তঘেঁষা পশ্চিম ইউক্রেনে হামলার সময় এটি ঘটে থাকতে পারে। তবে রাশিয়ার ক্ষেপণাস্ত্রই দায়ী ছিল কিনা আনুষ্ঠানিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।

পোল্যান্ড ন্যাটো দেশ বলে বিষয়টি যুদ্ধে নতুনমাত্রা যোগ করতে পারে। কারণ ন্যাটোর গঠনতন্ত্রের আর্টিকেল ৫ অনুযায়ী এক সদস্যের ওপর হামলা জোটের সবার ওপর আক্রমণ বলে বিবেচিত হওয়ার কথা। তবে বিষয়টি রাশিয়ার পরিকল্পিত হামলা বলে মনে করা হচ্ছে না।

এ হামলার বিষয় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় অস্বীকার করে বলেছে, এটি উত্তেজনা বৃদ্ধির লক্ষ্যে ইচ্ছাকৃত উসকানি।

বিশেষজ্ঞরা বলেন, ক্ষেপণাস্ত্রটি কারা নিক্ষেপ করেছে তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।

এর আগে মঙ্গলবার (১৫ নভেম্বর) রাতে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া তার সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলাগুলোর একটি চালায়। সূত্র: বিবিসি।

The short URL of the present article is: https://banglakhaborbd.com/t96y

নিউজটি শেয়ার করুন

পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২

আপডেট সময় : ১২:৩২:০২ অপরাহ্ন, বুধবার, ১৬ নভেম্বর ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : 

সম্ভাব্য একটি রুশ ক্ষেপণাস্ত্র ইউক্রেনের প্রতিবেশী রাষ্ট্র পোল্যান্ড ভূখণ্ডে বিস্ফোরণে অন্তত দুজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) রাতে পোলিশ মিডিয়া এবং বার্তা সংস্থা এপি এ তথ্য নিশ্চিত করেছে।

এ দিনের হামলাকে প্রায় ৯ মাসের রুশ আগ্রাসনের মধ্যে সবচেয়ে মারাত্মক বলে জানিয়েছে কিয়েভ। কিছু ক্ষেপণাস্ত্র পশ্চিমাঞ্চলীয় লিভিভ শহরে আঘাত হেনেছে। শহরটির দূরত্ব পোল্যান্ড সীমান্ত থেকে ৮০ কিলোমিটারেরও কম।

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সদস্য পোল্যান্ড। সদস্য দেশগুলোর সম্মলিতি প্রতিরক্ষার বিষয়ে ন্যাটো অঙ্গীকারবদ্ধ। ইচ্ছাকৃত কিংবা দুর্ঘটনাবশত হোক, রাশিয়ার হামলার কারণে সৃষ্ট এই বিস্ফোরণ শঙ্কা বাড়িয়েছে।

পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতেউস মোরাউইকি জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষাবিষয়ক একটি সরকারি কমিটির জরুরি বৈঠক ডেকেছেন এবং দেশের জনগণকে এ পরিস্থিতিতে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।

পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা বলেন, এই ক্ষেপণাস্ত্র হামলা কারা চালিয়েছে তা এখনো নিশ্চিত নয়। তবে এটি সম্ভবত রাশিয়ার তৈরি ক্ষেপণাস্ত্র। বিষয়টি এখনো তদন্তাধীন। এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মস্কো এ হামলার সঙ্গে জড়িত নয়।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের ঘটনায় ‘খুবই উদ্বিগ্ন’ বলে জানিয়েছে আল-জাজিরা।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো এবং শিল্পোন্নত গণতান্ত্রিক দেশগুলোর জোট জি-৭ এ ঘটনায় জরুরি বৈঠক ডেকেছে। এ ঘটনায় পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদার সঙ্গে ফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

বিবিসির খবরে বলা হয়েছে, পোল্যান্ড সীমান্তঘেঁষা পশ্চিম ইউক্রেনে হামলার সময় এটি ঘটে থাকতে পারে। তবে রাশিয়ার ক্ষেপণাস্ত্রই দায়ী ছিল কিনা আনুষ্ঠানিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।

পোল্যান্ড ন্যাটো দেশ বলে বিষয়টি যুদ্ধে নতুনমাত্রা যোগ করতে পারে। কারণ ন্যাটোর গঠনতন্ত্রের আর্টিকেল ৫ অনুযায়ী এক সদস্যের ওপর হামলা জোটের সবার ওপর আক্রমণ বলে বিবেচিত হওয়ার কথা। তবে বিষয়টি রাশিয়ার পরিকল্পিত হামলা বলে মনে করা হচ্ছে না।

এ হামলার বিষয় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় অস্বীকার করে বলেছে, এটি উত্তেজনা বৃদ্ধির লক্ষ্যে ইচ্ছাকৃত উসকানি।

বিশেষজ্ঞরা বলেন, ক্ষেপণাস্ত্রটি কারা নিক্ষেপ করেছে তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।

এর আগে মঙ্গলবার (১৫ নভেম্বর) রাতে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া তার সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলাগুলোর একটি চালায়। সূত্র: বিবিসি।

The short URL of the present article is: https://banglakhaborbd.com/t96y