“আমার গ্রাম, আমার দায়িত্ব শিশুর জীবন হোক, বাল্যবিবাহ মুক্ত “এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার সকালে নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার বিশকাকুনী ইউনিয়ন এর শ্রেষ্ঠ বিদ্যাপীঠ বাদে পুটিকা উচ্চ বিদ্যালয়ে আন্তর্জাতিক সহযোগী সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পূর্বধলা এপির সহযোগিতায়, পূর্বধলা এপি শিশু ফোরাম কর্তৃক বাল্যবিবাহ মুক্ত গ্রাম তৈরীর অংশ বিশেষ প্রচার অভিযান পরিচালিত হয়েছে। এসময় বাল্যবিবাহের কুফল ও পরবর্তী ভয়ানক পরিণতি নিয়ে আলোচনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, পূর্বধলা এপি শিশু ফোরাম এর সভাপতি ও জাতীয় শিশু ফোরাম এর সাংগঠনিক সম্পাদক উজ্জল মিয়া, রাজধলা কেন্দ্রীয় শিশু ফোরাম এর সাংগঠনিক সম্পাদক ও শতদল শিশু ফোরাম, বিশকাকুনী ইউনিয়ন এর সভাপতি ফজলে রাব্বিসহ শিশু ফোরাম এর সদস্যরা ও বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।
বা/খ: জই