রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৮:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আ.লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হলেন লেনিন একাত্তরের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি চাইলেন জয় বিএনপি পাকিস্তানের দালাল পার্টি: ওবায়দুল কাদের ঈশ্বরদীতে গণহত্যায় শহিদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন  ডামুড্যায় অবৈধ যান চলাচল রোধে মোবাইল কোর্ট  কলমাকান্দায় প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ  পরকীয়ার জেরে রূপপুর এনপিপি নিকিমথ কোম্পানির পরিচালকের গাড়ি চালক খুন : এক নারী আটক পানির অভাবে সেঁচ সঙ্কটে ধুকছে বাংলাদেশ সিশেলসকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ রমজানে পণ্যের দাম বৃদ্ধির যৌক্তিক কারণ নেই : তথ্যমন্ত্রী আওয়ামী লীগ নতুন পরিকল্পিত খেলায় নেমেছে : মির্জা ফখরুল ‘পরাশক্তিরা পাকিস্তানের পক্ষ নেওয়ায় গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি মেলেনি’ প্রতিদিন মার্কিন ঘাঁটির উপর দিয়ে উড়ছে রাশিয়ার যুদ্ধবিমান ‘স্যার’ সম্বোধন ঔপনিবেশিক, এটা বদলাতে হবে–আ স ম রব   পাঁচ দশকেও গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি না পাওয়া হতাশাব্যাঞ্জক : রাবি উপাচার্য 

পুরো রমজানে নামাজ পরবেন রাখি সাওয়ান্ত

পুরো রমজানে নামাজ পরবেন রাখি সাওয়ান্ত

বিনোদন ডেস্ক: কয়েক দিন পরই শুরু পবিত্র রমজান মাস। রমজান মাসের পরিকল্পনা জানিয়েছেন বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত। ‘পুরো রমজান মাসের বিষয়ে সতর্ক থাকব। এ সময়ে জিমে যাব না। সারা দিন না খেয়ে থাকতে হবে। পুরো রমজানে নামাজ পড়ব।’

ওমরাহ করতে সৌদি আরবে যেতে চান রাখি সাওয়ান্ত। এজন্য এফিডেভিট করাতে দিয়েছেন। এসব তথ্য জানিয়ে রাখি সাওয়ান্ত বলেন, ‘আমি সঠিকভাবে রোজা পালন করতে চাই; যাতে আমার পাপমোচন হয়। রমজানে ওমরাহ করতে যেতে পারলে আমার ভাগ্য খুলে যাবে। ইসলাম ধর্ম গ্রহণ করেছি। তারপরও জানি না এফিডেভিট করাতে পারবো কিনা।’

সম্প্রতি আদিল ডুরানিকে বিয়ে করেন বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত। কিন্তু এরই মধ্যে বিকৃত যৌনাচার, শারীরিক নির্যাতন, পরকীয়া, অর্থ-গহনা চুরি এবং পণ নেওয়ার অভিযোগে স্বামী আদিল ডুরানির নামে মামলা করেছেন। নেটদুনিয়ায় ছড়িয়ে পড়া রাখি-আদিলের বিয়ের কিছু কাগজপত্র থেকে জানা যায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন রাখি। শুরুতে এ বিষয়ে পুরোপুরি মুখে কুলুপ এঁটেছিলেন তিনি। সম্প্রতি রাখি পরিষ্কারভাবে জানান— ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তিনি।

স্বামী আদিলের সঙ্গে রাখির টানাপড়েনে ব্যক্তিগত জীবনে ভেঙে পড়েছেন রাখি। কিন্তু এসব পেছনে ফেলে স্বাভাবিক জীবনে ফিরতে চান তিনি। এ বিষয়ে রাখি সাওয়ান্ত বলেন, ‘আমি আর কাঁদতে চাই না, পূর্বের মতো আনন্দে বাঁচতে চাই। জীবন সুন্দর! আমি আবারো ঘুরে দাঁড়াতে চাই। যে চলে গেছে তার জন্য কেঁদে লাভ নেই। হাসি-খুশি রাখি সাওয়ান্তকে আপনারা খুঁজে পাবেন।’ সূত্র: টাইমস অব ইন্ডিয়া


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *