আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানা ‘ন্যায়সঙ্গত’ বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। গতকাল স্থানীয় সময় শুক্রবার গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি একথা বলেন।
এসময় বাইডেন বলেন, ভ্লাদিমির পুতিন স্পষ্টভাবে ইউক্রেনে যুদ্ধাপরাধ করেছেন। তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা জারি ন্যায়সঙ্গত ছিল। যদিও রাশিয়ার মতো মার্কিন যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আদালতের পক্ষ নয়। তবে বাইডেন মনে করেন পুতিনের বিরুদ্ধে আইসিসি শক্ত অভিযোগ এনেছে।
ইউক্রেনে যুদ্ধাপরাধ করার অভিযোগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। তবে এই গেপ্তারি পরোয়ানাকে আইনত অকার্যকর ও মূল্যহীন বলছে মস্কো।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা এ ব্যাপারে বলেছেন, ‘রাশিয়া রোম সংবিধির আন্তর্জাতিক অপরাধ আদালতের কোনো সদস্য নয় এবং এর নির্দেশ মানতে বাধ্য নয়।’