সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০১:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাগুরায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন মঠবাড়িয়ায় ৩ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার হতদরিদ্রের ভরসা বালু চরের কমদামি পোশাক হাট নির্বাচনের স্বার্থে ইসির মাধ্যমে বিএনপি প্রস্তাব দিলে বিবেচনা: আওয়ামী লীগ বেলকুচিতে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে উপস্থিত নেই এমপি ৬০ কিমি বেগে ঝড়বৃষ্টির পূর্বাভাস সড়কে দুর্ঘটনার ৭০ ভাগই মোটরসাইকেলে ঘটে বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ৭ম পুতিনের সিদ্ধান্ত ‘বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন’: ন্যাটো সাংবাদিক স্ত্রী’র ছবি ব্যবহার করে ফেসবুক আইডি : থানায় জিডি প্রতিরক্ষামন্ত্রী বরখাস্তের পর ইসরায়েলে গণবিক্ষোভ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক চায় ইউক্রেন বাংলাদেশের সঙ্গে শক্তিশালী অংশীদারিত্ব চান রাজা ৩য় চার্লস বিশ্ব অর্থনীতিতে ব্যাংকিং খাতের সংকটের ছাপ পড়তে পারে: আইএমএফ মুক্তিযোদ্ধারা দেশের সম্পদ তাদের সম্মান দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব : ধর্ম প্রতিমন্ত্রী

পাবনা মেরিন একাডেমির উদ্যোগে জাতির পিতার জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

শফিউল আযম, বিশেষ প্রতিনিধি : 

পাবনা মেরিন একাডেমির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচী পালনের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে  পাবনা মেরিন একাডেমির ক্যাম্পাসে অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিনব্যাপী কর্মসূচীর মধ্যে ছিল, জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, চিত্রাংকন প্রতিযোগীতা, আলোচনা সভা, ভলিবল প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

১৭ মার্চ সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। এরপর পাবনা মেরিন একাডেমির কমান্ডেন্ট ক্যাপ্টেন মোঃ তৌফিকুল ইসলামের নেতৃত্বে সকল স্তরের প্রশিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ক্যাডেটরা জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণের মাধ্যমে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন।


ক্যাম্পাস চত্বরে আয়োজিত চিত্রাংকন প্রতিযোগীতায় প্রতিযোগীরা অংশগ্রহন করেন। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিকেলে ক্যাডেটদের অংশগ্রহনে জাতির পিতা স্মারক ভলিবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়। টুর্ণামেন্টের বিজয়ী ও রানার্সআপ দলকে ট্রফি প্রদান শেষে সমাপনী বক্তব্যে পাবনা মেরিন একাডেমির কমান্ডেন্ট ক্যাপ্টেন মোঃ তৌফিকুল ইসলাম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সফল কর্মময় জীবনের উপর আলোকপাত করেন ও তাঁর পরিবারের সদস্যদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

বা/খ: এসআর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *