শফিউল আযম, বিশেষ প্রতিনিধি :
পাবনা মেরিন একাডেমির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচী পালনের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে পাবনা মেরিন একাডেমির ক্যাম্পাসে অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিনব্যাপী কর্মসূচীর মধ্যে ছিল, জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, চিত্রাংকন প্রতিযোগীতা, আলোচনা সভা, ভলিবল প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
১৭ মার্চ সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। এরপর পাবনা মেরিন একাডেমির কমান্ডেন্ট ক্যাপ্টেন মোঃ তৌফিকুল ইসলামের নেতৃত্বে সকল স্তরের প্রশিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ক্যাডেটরা জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণের মাধ্যমে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন।
ক্যাম্পাস চত্বরে আয়োজিত চিত্রাংকন প্রতিযোগীতায় প্রতিযোগীরা অংশগ্রহন করেন। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিকেলে ক্যাডেটদের অংশগ্রহনে জাতির পিতা স্মারক ভলিবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়। টুর্ণামেন্টের বিজয়ী ও রানার্সআপ দলকে ট্রফি প্রদান শেষে সমাপনী বক্তব্যে পাবনা মেরিন একাডেমির কমান্ডেন্ট ক্যাপ্টেন মোঃ তৌফিকুল ইসলাম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সফল কর্মময় জীবনের উপর আলোকপাত করেন ও তাঁর পরিবারের সদস্যদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
বা/খ: এসআর।