এ. এইচ. মাসুক , পাবনা প্রতিনিধি :
পাবনার চাটমোহর উপজেলার চাঞ্চল্যকর মুরগী ব্যবসায়ী ইসমাইল হোসেন হত্যার রহস্য উদঘাটন ও ঈশ্বরদীতে হলুদবোঝাই ট্রাক উদ্ধার ও ডাকাতদের গ্রেফতার করে সংবাদ সম্মেলন করেছে পাবনা জেলা পুলিশ । এ ঘটনার মূল আসামী রবিউল ইসলামকে গ্রেফতার ও হত্যায় ব্যবহৃত মালামাল জব্দ করা হয়েছে।
আজ (০৬ ই মার্চ) সোমবার দুপুরে পাবনার পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানা পাবনা পুলিশ সুপার আকবর আলী মুন্সী।
এ সময় সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আকবর আলী মুন্সী বলেন, চাটমোহর উপজেলার তেবাড়িয়া গ্রামের ইসমাইল হোসেনের স্ত্রীর সাথে পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে ধুলাউড়ি কুঠিপাড়া গ্রামের রবিউল করিমের। নিজের পথের কাটা সরাতে ইসমাইলকে সোনার মূর্তি ব্যবসার মিথ্যা প্রলোভন দেয় রবিউল। এরই এক পর্যায়ে গত ২২ ফেব্রুয়ারি রাতে সোনার মূর্তি দেবার কথা বলে ইসমাইলকে ডেকে নিয়ে যায় রবিউল। এরপর ধূলাউড়ি নলগাড়ী বিলের ভুট্টার জমিতে ইসমাইলকে শ্বাসরোধে হত্যা করে রবিউল। এর পাঁচদিন পর ২৭ ফেব্রুয়ারি সকালে ভুট্টার জমি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় চাটমোহর থানায় একটি হত্যা মামলা দায়ের হয়।
এদিকে,একই সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ১৫ ফেব্রুয়ারি ঈশ্বরদীর দাশুড়িয়া থেকে ৪৫ লাখ টাকা মূল্যের হলুদ বোঝাই একটি ট্রাক ডাকাতির ঘটনারও রহস্য উদঘাটন করেছে পুলিশ। ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার ও ডাকাতি হওয়া হলুদসহ ট্রাকটি উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত তিনজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছে।
বা/খ: এসআর।