পাবনা সংবাদদাতা : রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথমবার চারদিনের সফরে নিজ জেলা পাবনায় গেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।
আজ (সোমবার) দুপুরে হেলিকপ্টারে করে ঢাকা থেকে পাবনার শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে পৌঁছান তিনি।
পরে পাবনা সার্কিট হাউজে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেয়া হয়। পরে জেলা পরিষদে বঙ্গবন্ধু চত্বরের নাম ফলক উদ্বোধন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এদিন, পাবনা সদর আরিফপুর কবরস্থানে উপস্থিত হয়ে বাবা-মায়ের কবরে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাতে অংশ নিবেন রাষ্ট্রপতি।
মঙ্গলবার (১৬ই মে) জেলা বিসিক শিল্পনগরীতে স্কয়ার সাইন্স এন্ড লাইফ প্ল্যান্ট উদ্বোধনসহ পাবনা সরকারি অ্যাডওয়ার্ড কলেজ মাঠে নাগরিক সংবর্ধনায় অংশ নিবেন তিনি।
বুধবার (১৭ই মে) পাবনা ডায়াবেটিক সমিতি পরিদর্শন , জেলা ও দায়রা জজ আদালতের যাদুঘর, বঙ্গবন্ধু কর্ণার, বঙ্গবন্ধু ম্যুরাল উদ্বোধন এবং আইনজীবীদের সঙ্গে মত বিনিময় করবেন। এছাড়া বিকেলে ৫টায় বীর মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন চুপ্পু বিনোদন পার্ক পরিদর্শন করার কথা রয়েছে তাঁর।
বৃহস্পতিবার (১৮ই মে) সকালে সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন রাষ্ট্রপতি।