পানি কমার সাথে সাথে শাহজাদপুরে প্রচুর মাছের আমদানি : দামও কম
- আপডেট সময় : ০৭:২৬:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩
- / ৫৫৬ বার পড়া হয়েছে

// স্টাফ রিপোর্টার //
সিরাজগঞ্জের শাহজাদপুরে বিভিন্ন নদ নদীর পানি কমতে শুরু করায় শাহজাদপুরে প্রচুর মাছের আমদনি হয়েছে। সেই সাথে মাছের দাম সপ্তাহ ধরে কমতে দেখা গেছে। সাধারন মানুষকে এখন অল্প দামে মাছ কিনতে দেখা গেছে । বিশেষ করে ছোট মাছের প্রচুর আমদানি দেখা গেছে।
তবে সেই সাখে রোয়াল মাছ সহ বিভিন্ন পোনা ছেয়ে গেছে বাজারে। এ সব মাছ ধরা নিষেধ থাকলেও সেগুলো শুধু কাগজ কলমেই সিমাবদ্ব। শুধু দ্বারিয়াপুর মাছ বাজারে নয় এত ছোট ছোট মাছের আমদানি হয়েছে যে স্থানীয় জেলে সম্পদায়ের লোকজন এখন মাছ নিয়ে বাড়ি বাড়ি গিয়ে ফেরি করে বিক্রি করছে। গরিব মানুষেরা অল্প টাকায় মাছ কিনতে পেরে খুশি।
দ্বারিয়াপুর মৎসজীবি সমিতির সভাপতি আনিছ ব্যাপারি ও সাধারন সম্পাদক বাচ্চু ব্যাপারি জানান, পানি কমার সাথে সাথে প্রচুর ছোট মাছ জেলেদের জালে ধরা পড়ছে, প্রতি বছরই এই মৌসুমে মাছের দাম কমতে থাকে। আড়ৎদার নান্নু ব্যাপারি জানান, ছোট মাছের ব্যাপক আমদানি হয়েছে তবে দাম অনেক কম। তিনি আরও বলেন, এই সময়ে মাছের বাজারে দাম কম থাকে ।
বাখ//আর