ঢাকা ০৫:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

পাকুন্দিয়ায় পদবঞ্চিত ছাত্রলীগ নেতার হামলায় আ.লীগ নেতা আহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৫:৪০ অপরাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০২৩
  • / ৪৫৩ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ হেলাল উদ্দিন, কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পদবঞ্চিত ছাত্রলীগ নেতা-কর্মীদের হামলায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক ফরিদ উদ্দিন (৪৮) আহত হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পাকুন্দিয়া বাজারে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাঁকে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত ফরিদ উদ্দিন অভিযোগ করেন, তারা কয়েকজন গতকাল পাকুন্দিয়ায় একজনের জানাজায় যান। সন্ধ্যার পর তার ছোট ভাই উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক একরাম হোসেনসহ পাকুন্দিয়া বাজারে আসেন তারা। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ছাত্রলীগের পদবঞ্চিত নেতা বিল্লাল হোসেন ওরফে পাপ্পু, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আরমিন মিয়া, সাবেক আহ্বায়ক একলাস উদ্দিন, ছাত্রলীগ নেতা সাকিবুল হাসান মুন্নাসহ ২০ থেকে ২৫ জন তাদের ওপর হামলা করে। এ সময় আত্মরক্ষায় তিনি পাকুন্দিয়া বাজারের একটি ফার্মেসিতে আশ্রয় নেন। পরে হামলাকারী ব্যক্তিরা দোকানের সাঁটার ভেঙে তাঁর ওপর এলোপাতাড়ি হামলা চালান।

পাকুন্দিয়া থানার পরিদর্শক (তদন্ত) নাহিদ হাসান বলেন, পূর্ববিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তবে পদবঞ্চিত নেতা বিল্লাল হোসেন হামলার বিষয়টি অস্বীকার করে বলেন, কে বা কারা ফরিদের ওপর হামলা করেছে, তাঁরা এ বিষয়ে কিছুই জানেন না। তারা এ হামলার সঙ্গে জড়িত নন।

২০২২ সালের ৫ অক্টোবর ১৯ সদস্যবিশিষ্ট পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করে জেলা কমিটি। ওই কমিটিতে কাঙ্ক্ষিত পদ না পেয়ে ৬ অক্টোবর রাতে নিজবাড়িতে দুধ দিয়ে গোসল করেন ওই কমিটির সহ-সভাপতি ছাত্রলীগ নেতা মো. আরমিন আহমেদ। এর পর থেকে কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল, মশাল মিছিল, সড়ক অবরোধসহ লাগাতার কর্মসূচি পালন করেন পদবঞ্চিত নেতা-কর্মীরা। এ নিয়ে কয়েকবার হামলার ঘটনাও ঘটে।

বা/খ: এসআর।

নিউজটি শেয়ার করুন

পাকুন্দিয়ায় পদবঞ্চিত ছাত্রলীগ নেতার হামলায় আ.লীগ নেতা আহত

আপডেট সময় : ০৯:৪৫:৪০ অপরাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০২৩

মোঃ হেলাল উদ্দিন, কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পদবঞ্চিত ছাত্রলীগ নেতা-কর্মীদের হামলায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক ফরিদ উদ্দিন (৪৮) আহত হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পাকুন্দিয়া বাজারে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাঁকে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত ফরিদ উদ্দিন অভিযোগ করেন, তারা কয়েকজন গতকাল পাকুন্দিয়ায় একজনের জানাজায় যান। সন্ধ্যার পর তার ছোট ভাই উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক একরাম হোসেনসহ পাকুন্দিয়া বাজারে আসেন তারা। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ছাত্রলীগের পদবঞ্চিত নেতা বিল্লাল হোসেন ওরফে পাপ্পু, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আরমিন মিয়া, সাবেক আহ্বায়ক একলাস উদ্দিন, ছাত্রলীগ নেতা সাকিবুল হাসান মুন্নাসহ ২০ থেকে ২৫ জন তাদের ওপর হামলা করে। এ সময় আত্মরক্ষায় তিনি পাকুন্দিয়া বাজারের একটি ফার্মেসিতে আশ্রয় নেন। পরে হামলাকারী ব্যক্তিরা দোকানের সাঁটার ভেঙে তাঁর ওপর এলোপাতাড়ি হামলা চালান।

পাকুন্দিয়া থানার পরিদর্শক (তদন্ত) নাহিদ হাসান বলেন, পূর্ববিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তবে পদবঞ্চিত নেতা বিল্লাল হোসেন হামলার বিষয়টি অস্বীকার করে বলেন, কে বা কারা ফরিদের ওপর হামলা করেছে, তাঁরা এ বিষয়ে কিছুই জানেন না। তারা এ হামলার সঙ্গে জড়িত নন।

২০২২ সালের ৫ অক্টোবর ১৯ সদস্যবিশিষ্ট পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করে জেলা কমিটি। ওই কমিটিতে কাঙ্ক্ষিত পদ না পেয়ে ৬ অক্টোবর রাতে নিজবাড়িতে দুধ দিয়ে গোসল করেন ওই কমিটির সহ-সভাপতি ছাত্রলীগ নেতা মো. আরমিন আহমেদ। এর পর থেকে কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল, মশাল মিছিল, সড়ক অবরোধসহ লাগাতার কর্মসূচি পালন করেন পদবঞ্চিত নেতা-কর্মীরা। এ নিয়ে কয়েকবার হামলার ঘটনাও ঘটে।

বা/খ: এসআর।