ঢাকা ০৪:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

পাকুন্দিয়ায় ছাত্রদল নেতার বাবার ওপর হামলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:০৩:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪
  • / ৪৫৩ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আবু নাঈম শাওনের বাবা মো. মতিউর রহমান মতির ওপর আওয়ামী সন্ত্রাসী কর্তৃক হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে পাকুন্দিয়া উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

সোমবার দুপুরে পাকুন্দিয়া উপজেলা পৌর ও কলেজ শাখা ছাত্রদলের যৌথ উদ্যোগে পৌর বাজারের পাট মহল থেকে শতাধিক ছাত্রদলের নেতাকর্মীর অংশগ্রহনে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে। সড়ক প্রদক্ষিন শেষে মিছিলটি উপজেলা পাবলিক লাইব্রেরী চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে তারা এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করে।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, জেলা ছাত্রদলের সহসভাপতি মহিবুর রহমান মামুন, উপজেলা ছাত্রদলের আহবায়ক মাজহারুল হক উজ্জল, যুগ্ম আহবায়ক এহসানুল হক ছানু, সদস্য সচিব শাহীন আলম জনি, পৌর ছাত্রদলের আহবায়ক সামসুল আলম সবুজ, সদস্য সচিব ফেরদৌস মিয়া, কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক নাজমুল হুদা ও সদস্য সচিব আরমান হোসেন প্রমুখ। এসময় উপজেলা, পৌর এবং ইউনিয়ন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, শাওনের বাবার ওপর হামলাকারীরা সবাই আওয়ামী লীগের সন্ত্রাসী। অতর্কিত হামলা চালিয়ে রক্তাক্ত করা হয়েছে শাওনের বাবাকে। আমরা আগামী ২৪ ঘন্টা মধ্যে সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবী জানাচ্ছি।
পাকুন্দিয়া থানার ওসি সাখাওয়াৎ হোসেন বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, রবিবার সকালে হোসেন্দী আদর্শ ডিগ্রি কলেজের সামনে দিয়ে বেপরোয়া গতি ও উচ্চ শব্দে ট্রাক চালানোর কারনে কলেজের শিক্ষার্থীরা ট্রাকটি আটক করে। পরে ট্রাকের চালক শামীম মিয়া বাড়িতে গিয়ে কিছু লোকজন নিয়ে কলেজের সামনে আসে। সেখানে শিক্ষার্থীদের না পেয়ে কলেজ সংলগ্ন মতিউর রহমানের ওয়ার্কসপে হামলা চালিয়ে ভাঙচুর করে। এসময় বাধা দিলে ওয়ার্কসপের মালিক মতিউর রহমানকে দা ও ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপায় সন্ত্রাসীরা। এতে রক্তাক্ত জখম হন মতিউর রহমান। তিনি বর্তমানে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

পরে এ ঘটনায় আহত মতিউর রহমানের ছেলে আবু নাঈম শাওন বাদী হয়ে ১৩ জনকে আসামি করে পাকুন্দিয়া থানায় একটি মামলা দায়ের করেন।

 

বাখ//আর

নিউজটি শেয়ার করুন

পাকুন্দিয়ায় ছাত্রদল নেতার বাবার ওপর হামলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

আপডেট সময় : ১১:০৩:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আবু নাঈম শাওনের বাবা মো. মতিউর রহমান মতির ওপর আওয়ামী সন্ত্রাসী কর্তৃক হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে পাকুন্দিয়া উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

সোমবার দুপুরে পাকুন্দিয়া উপজেলা পৌর ও কলেজ শাখা ছাত্রদলের যৌথ উদ্যোগে পৌর বাজারের পাট মহল থেকে শতাধিক ছাত্রদলের নেতাকর্মীর অংশগ্রহনে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে। সড়ক প্রদক্ষিন শেষে মিছিলটি উপজেলা পাবলিক লাইব্রেরী চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে তারা এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করে।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, জেলা ছাত্রদলের সহসভাপতি মহিবুর রহমান মামুন, উপজেলা ছাত্রদলের আহবায়ক মাজহারুল হক উজ্জল, যুগ্ম আহবায়ক এহসানুল হক ছানু, সদস্য সচিব শাহীন আলম জনি, পৌর ছাত্রদলের আহবায়ক সামসুল আলম সবুজ, সদস্য সচিব ফেরদৌস মিয়া, কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক নাজমুল হুদা ও সদস্য সচিব আরমান হোসেন প্রমুখ। এসময় উপজেলা, পৌর এবং ইউনিয়ন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, শাওনের বাবার ওপর হামলাকারীরা সবাই আওয়ামী লীগের সন্ত্রাসী। অতর্কিত হামলা চালিয়ে রক্তাক্ত করা হয়েছে শাওনের বাবাকে। আমরা আগামী ২৪ ঘন্টা মধ্যে সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবী জানাচ্ছি।
পাকুন্দিয়া থানার ওসি সাখাওয়াৎ হোসেন বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, রবিবার সকালে হোসেন্দী আদর্শ ডিগ্রি কলেজের সামনে দিয়ে বেপরোয়া গতি ও উচ্চ শব্দে ট্রাক চালানোর কারনে কলেজের শিক্ষার্থীরা ট্রাকটি আটক করে। পরে ট্রাকের চালক শামীম মিয়া বাড়িতে গিয়ে কিছু লোকজন নিয়ে কলেজের সামনে আসে। সেখানে শিক্ষার্থীদের না পেয়ে কলেজ সংলগ্ন মতিউর রহমানের ওয়ার্কসপে হামলা চালিয়ে ভাঙচুর করে। এসময় বাধা দিলে ওয়ার্কসপের মালিক মতিউর রহমানকে দা ও ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপায় সন্ত্রাসীরা। এতে রক্তাক্ত জখম হন মতিউর রহমান। তিনি বর্তমানে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

পরে এ ঘটনায় আহত মতিউর রহমানের ছেলে আবু নাঈম শাওন বাদী হয়ে ১৩ জনকে আসামি করে পাকুন্দিয়া থানায় একটি মামলা দায়ের করেন।

 

বাখ//আর