পাকিস্তান সুপার লিগে জেসন রয়ের অনন্য কৃতিত্ব
- আপডেট সময় : ১০:৩৩:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩
- / ৪৮১ বার পড়া হয়েছে
এবার পাকিস্তান সুপার লিগে ইতিহাস গড়লেন ইংলিশ ওপেনার জেসন রয়। পিএসএলে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড গড়েছেন তিনি। সেই সঙ্গে নিজ দলকে ১০ বল বাকি থাকতে ২৪১ রান এনে দিয়েছেন ইংল্যান্ডের এই তারকা ক্রিকেটার।
পাকিস্তান সুপার লিগের এবারের আসরে শুরু থেকে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলছিলেন জেসন রয়। তবে মাঝপথে বাংলাদেশ সফরে আসেন এই ডানহাতি ব্যাটার। মাত্র একদিন হলো বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ হয়েছে। টাইগারদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে অনবদ্য এক শতক হাঁকিয়ে দলের সিরিজ জয়ে বড় ভূমিকা রেখেছিলেন । এদিকে, সিরিজ শেষ করে নিজ ফ্রাঞ্চাইজির হয়ে খেলতে ফিরে গেলেও আসরের প্লে অফের দৌড় থেকে বিদায়ঘণ্টা বেজে যায় তার দলের।
তবে নিয়মরক্ষার ম্যাচে গতকাল পেশোয়ার জালমির মুখোমুখি হয় কোয়েটা। ২৪১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইতিহাস গড়ে কোয়েটা। মোহাম্মদ নওয়াজের দলকে জয় পেতে হলে পিএসএলের ইতিহাসে সর্বোচ্চ তাড়া করে জিততে হবে। তবে সেই স্বপ্নে নতুন মাত্রা যুক্ত করেন জেসন রয়। এই ইংলিশ ব্যাটারের অপরাজিত ৬৩ বলে ১৪৫ রানের ইনিংসে ১৯তম ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় গ্ল্যাডিয়েটর্স।
আর তাতেই রেকর্ডবুকে চলে যান রয়। ৪৪ বলে হাঁকান সেঞ্চুরি যা পিএসএলের দ্বিতীয় দ্রুততম শতক। বিদেশী এক মাত্র ক্রিকেটার হিসেবে সর্বোচ্চ দুইটি শতকের মালিকও বনে গেছেন রয়। ২০ চার ও ৫ ছক্কায় ইংলিশ এই ব্যাটারের বিধ্বংসী ইনিংসটি সাজানো ছিল।