সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বদলগাছীতে এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করনের দাবীতে মানববন্ধন সাঁথিয়ায় অসুস্থ্য বাবাকে রক্তদানের পর মারা গেলেন ছেলে মাগুরায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন মঠবাড়িয়ায় ৩ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার হতদরিদ্রের ভরসা বালু চরের কমদামি পোশাক হাট নির্বাচনের স্বার্থে ইসির মাধ্যমে বিএনপি প্রস্তাব দিলে বিবেচনা: আওয়ামী লীগ বেলকুচিতে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে উপস্থিত নেই এমপি ৬০ কিমি বেগে ঝড়বৃষ্টির পূর্বাভাস সড়কে দুর্ঘটনার ৭০ ভাগই মোটরসাইকেলে ঘটে বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ৭ম পুতিনের সিদ্ধান্ত ‘বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন’: ন্যাটো সাংবাদিক স্ত্রী’র ছবি ব্যবহার করে ফেসবুক আইডি : থানায় জিডি প্রতিরক্ষামন্ত্রী বরখাস্তের পর ইসরায়েলে গণবিক্ষোভ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক চায় ইউক্রেন বাংলাদেশের সঙ্গে শক্তিশালী অংশীদারিত্ব চান রাজা ৩য় চার্লস

পাকিস্তান সুপার লিগে জেসন রয়ের অনন্য কৃতিত্ব

পাকিস্তান সুপার লিগে জেসন রয়ের অনন্য কৃতিত্ব

এবার পাকিস্তান সুপার লিগে ইতিহাস গড়লেন ইংলিশ ওপেনার জেসন রয়। পিএসএলে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড গড়েছেন তিনি। সেই সঙ্গে নিজ দলকে ১০ বল বাকি থাকতে ২৪১ রান এনে দিয়েছেন ইংল্যান্ডের এই তারকা ক্রিকেটার।

পাকিস্তান সুপার লিগের এবারের আসরে শুরু থেকে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলছিলেন জেসন রয়। তবে মাঝপথে বাংলাদেশ সফরে আসেন এই ডানহাতি ব্যাটার। মাত্র একদিন হলো বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ হয়েছে। টাইগারদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে অনবদ্য এক শতক হাঁকিয়ে দলের সিরিজ জয়ে বড় ভূমিকা রেখেছিলেন । এদিকে, সিরিজ শেষ করে নিজ ফ্রাঞ্চাইজির হয়ে খেলতে ফিরে গেলেও আসরের প্লে অফের দৌড় থেকে বিদায়ঘণ্টা বেজে যায় তার দলের।

তবে নিয়মরক্ষার ম্যাচে গতকাল পেশোয়ার জালমির মুখোমুখি হয় কোয়েটা। ২৪১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইতিহাস গড়ে কোয়েটা। মোহাম্মদ নওয়াজের দলকে জয় পেতে হলে পিএসএলের ইতিহাসে সর্বোচ্চ তাড়া করে জিততে হবে। তবে সেই স্বপ্নে নতুন মাত্রা যুক্ত করেন জেসন রয়। এই ইংলিশ ব্যাটারের অপরাজিত ৬৩ বলে ১৪৫ রানের ইনিংসে ১৯তম ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় গ্ল্যাডিয়েটর্স।

আর তাতেই রেকর্ডবুকে চলে যান রয়। ৪৪ বলে হাঁকান সেঞ্চুরি যা পিএসএলের দ্বিতীয় দ্রুততম শতক। বিদেশী এক মাত্র ক্রিকেটার হিসেবে সর্বোচ্চ দুইটি শতকের মালিকও বনে গেছেন রয়। ২০ চার ও ৫ ছক্কায় ইংলিশ এই ব্যাটারের বিধ্বংসী ইনিংসটি সাজানো ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *