পাকিস্তান যাবে না এশিয়া কাপের জন্যও ভারত
- আপডেট সময় : ১১:১৪:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অক্টোবর ২০২২
- / ৪২২ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক :
পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ২০২৩ সালের এশিয়া কাপের আয়োজক দেশ পাকিস্তান। কিন্তু রাজনৈতিক বৈরিতার কারণে আশিয়া কাপ খেলতে পাকিস্তানে যেতে অস্বীকৃতি জানিয়েছে ভারত।
পাকিস্তানের পরিবর্তে ২০২৩ এশিয়া কাপ অন্য কোন ভেন্যুতে আয়োজনের দাবী জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব ও এসিসি সভাপতি জয় শাহ।
বিসিসিআইর ৯১তম বার্ষিক সাধারণ সভায় গতকাল মঙ্গলবার এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
পাকিস্তানে না যাওয়ার প্রসঙ্গে জয় শাহ বলেন, আমরা পাকিস্তানে খেলতে যাবো না। পাকিস্তান সফরে দল যাবে কি-না সেই সিদ্ধান্ত সরকার নেয়। এটা নিয়ে আমরা কোনও মন্তব্য করবো না। ২০২৩ সালের এশিয়া কাপ নিরপেক্ষ (ভারত-পাকিস্তান বাদে) দেশে হবে। আমরা সেখানে যেতে পারি না, তারাও এখানে আসতে পারে না। অতীতেও অন্য ভেন্যুতে এশিয়া কাপ হয়েছে।
কিছুদিন আগেই চলতি বছরের এশিয়া কাপ অনুষ্ঠিত হয়েছে নিরপেক্ষ ভেন্যু সংযুক্ত আরব আমিরাতে। প্রকৃতপক্ষে এবারের এশিয়া কাপের আয়োজক ছিলো শ্রীলঙ্কা। তবে অর্থনৈতিক ও রাজনৈতিক সঙ্কটের কারণে শ্রীলঙ্কা এশিয়া কাপ আয়োজনে অপারগতা প্রকাশ করায় টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব পায় আমিরাত।