স্পোর্টস ডেস্ক :
সদ্য সমাপ্ত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যস্ততা শেষে বিশ্রামে আছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এতে ক্রিকেটারদেরও তেমন ব্যস্ততা নেই। তাই পরিবারের সঙ্গেই সময় কাটাচ্ছেন অধিকাংশ ক্রিকেটার। তবে এবার পাকিস্তানে খেলার সুযোগ পেয়েছেন জাতীয় দলের পেসার জাহানারা আলম। সেখানে নারী দিবস উপলক্ষ্যে আয়োজিত উইমেন্স লিগ এক্সিবিশনের ম্যাচ খেলতে যাবেন এই টাইগ্রেস পেসার।
শনিবার (০৪ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সুপার উইমেন দলের হয়ে খেলার বিষয়টি নিশ্চিত করেন এই ক্রিকেটার। সেখানে জাহানারা সুপার উইমেন দলে খেলবেন।
৮ মার্চ থেকে শুরু হতে যাওয়া উমেন্স লিগে অংশ নিচ্ছে দুইটি দল। জাহানারার দল সুপার উইমেনের নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তান জাতীয় দলের ক্রিকেটার নিদা দার। অন্য আরেকটি দল অ্যামাজনের অধিনায়কের দায়িত্ব পালন করবেন বিসমাহ মারুফ।
দু’দল মোট ৩টি ম্যাচ খেলবে। মূলত সমাজে নারীদের প্রতি সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্র থেকে এ ম্যাচগুলো আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
এই দুই দল মোট ৩টি ম্যাচ খেলবে। মূলত নারীদের প্রতি সামাজিক দায়বদ্ধতার অভিপ্রায় থেকে এই ম্যাচগুলো আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবি থেকে জানানো হয়েছে, পিএসলের ম্যাচ টিকিট দিয়েই দেখা যাবে উমেন্স লিগের ম্যাচগুলো।
জানা গেছে, এ বছরের সেপ্টেম্বরে মেয়েদের টি-টোয়েন্টি লিগ চালু করতে চায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এর প্রস্তুতি হিসেবে চলমান পিএসএলের মধ্যে তিনটি প্রদর্শনী ম্যাচের আয়োজন করছে তারা। প্রদর্শনী ম্যাচের জন্য এই দুটি দল গঠন করা হয়েছে। দু’দলে ৭টি দেশের ১০ জন বিদেশিকে রাখা হয়েছে। এক ম্যাচে সর্বোচ্চ তিনজন বিদেশি খেলাতে পারবে দলগুলো।
তাছাড়াও ১০ মার্চ দ্বিতীয় ম্যাচের মধ্য দিয়ে স্তন ক্যান্সারের বিষয়ে সচেতনা তৈরি করবে দুই দলের ক্রিকেটাররা। এর পরের দিন হবে উমেন্স লিগের তৃতীয় ও শেষ ম্যাচ। ‘শিক্ষার মাধ্যমে নারীর ক্ষমতায়ন’, এই শেষ ম্যাচের অভিপ্রায়।