নিজস্ব প্রতিবেদক :
প্রথম বাররে মতো ইইই আন্তর্জাতিক আর্ন্তজাতকি কার্নিভালের অংশ হিসেবে চুয়েটে শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটরে কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ এর ইলেকট্রনিকাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীরা তিন দিন ব্যাপী প্রশিক্ষণ ও কর্মশালায় অংশগ্রহণ করেছে
পাইথন ও মেশিন লার্নিং এর উপর প্রথম দুটি সেশন আয়োজন করা হয়। চুয়েট কিম্পিউটার সায়ন্সে এন্ড ইঞ্জিনিয়ারিং এর শিক্ষক অভিষেক দাস শিক্ষার্থীদের পাইথন এর সাথে পরচিয় করিয়ে দেন। পরর্বতী ধাপে পাইথন এর সাথে মেশিন লার্নিং এর পরিচিতি এবং প্রয়োগ এর উপর গুরুত্ব আরোপ করনে চুয়েট ইটিই বিভাগ এর আরকে শিক্ষক ইফতেখার হোসনে। এ সময় সেশন সমাপ্তিতে শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট প্রদান কারা হয়।
বিষয়টি নিশ্চিত করে ২৯ অক্টোবর প্রেস রিলিজ দেন প্রতিষ্ঠানটি।