পাইকগাছায় হড্ডা মাধ্যমিক বিদ্যালয়ের ৩ কর্মচারী নিয়োগ
// পাইকগাছা প্রতিনিধি //
- আপডেট সময় : ০৫:১২:৩৯ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩
- / ১০৭২ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ
(Google News) ফিডটি
খুলনার পাইকগাছায় স্বচ্ছতার ভিত্তিতে সীমান্তবর্তী হড্ডা মাধ্যমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ৩ জন কর্মচারী নিয়োগ দিয়েছেন প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটির সভাপতি নিরাকুল মন্ডল।
চলতি বছরে গত ২৩ আগষ্ট বহুল প্রচারিত দুটি জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকায় হড্ডা মাধ্যমিক বিদ্যালয়ের একজন নৈশ প্রহরী, একজন পরিচ্ছন্নতাকর্মী ও একজন আয়া পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সোমবার (৩০ অক্টোবর) দুপুরে পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এ তিনটি পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত এ পরীক্ষায় তিনটি পদে ১৬ জন অংশগ্রহণ করেন। স্বচ্ছতা নিশ্চিত করতে তাৎক্ষনিক প্রশ্ন তৈরী করে লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা গ্রহণ করা হয়। আর এসব পরীক্ষায় তিন পদে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত তিন জনকে নিয়োগ দেয়া হয়েছে।
নিয়োগ পরীক্ষায় ডিজি প্রতিনিধি পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ দে, মন্ত্রণালয়ের প্রতিনিধি কয়রা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বাকী বিল্লাহ, সদস্য সচিব ছিলেন প্রধান শিক্ষক মনোজ কুমার বর্মন, ম্যানেজিং কমিটি কর্তৃক মনোনীত প্রতিনিধি ভাগবা এইচ বি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমীর আলী সরদার উপস্থিত ছিলেন।
এ বিষয়ে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নিরাকুল মন্ডল বলেন, শতভাগ স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ পরীক্ষা সম্পন্ন করা হয়েছে এবং পরীক্ষায় তিন পদে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত তিন জনকে নিয়োগ দেয়া হয়েছে।