খুলনার পাইকগাছায় জায়গা জমি নিয়ে সৃষ্ট বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষরা হামলা চালিয়ে মারপিট করে টাকা ও স্বর্ণালংকার লুট করেছে মর্মে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।
অভিযোগে জানা যায়, পাইকগাছা উপজেলার রাড়ুলী ইউনিয়নের বারোআনী ঘোষপাড়া গ্রামের দেবদাস ঘোষ, রবিন ঘোষ, শুভ ঘোষ প্রতিবেশী সুকুমার ঘোষের নিকট জমি দাবী করে বিভিন্ন সময় বিভিন্ন হুমকি প্রদর্শন করে আসছে। তারই জের ধরে রবিবার (১২ফেব্রুয়ারি) দুপুরে দেবদাস ঘোষ গংরা সুকুমার ঘোষের বাড়িতে প্রবেশ করে সুকুমার ঘোষ, আন্না ঘোষ, পিয়া ঘোষ, অনামিকা ঘোষ ও শিশু অনুস্কা, দিঘা কে মারপিট করে আহত করে ঘরে থাকা ৮৪ হাজার টাকা ৮ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় ও ঘরে থাকা মালামাল তছনছ করে চলে যায়। স্হানীয়রা আন্না ঘোষ ও শিশু অনুস্কাকে উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে বলে ভুক্তভোগী সুকুমার ঘোষ জানান।
এলাকার মুজিবুর রহমানের কাছে জানতে চাইলে তিনি এ প্রতিবেদককে বলেন, আমি গাছ কাটার কাজে ছিলাম, দেখলাম দেবদাস ঘোষ গংরা সুকুমার ঘোষের বাড়িতে প্রবেশ করে মারামারি করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত সুকুমার ঘোষ মামলা করার প্রস্তুতি নিচ্ছিলেন বলে তিনি জানিয়েছেন।