পাইকগাছায় কালভার্টের মুখ বন্ধ করে স্থাপনা তৈরি করার শতাধিক পরিবার পানিবন্দী
- আপডেট সময় : ০৪:৪৫:২৩ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪
- / ৪৭১ বার পড়া হয়েছে
খুলনার পাইকগাছায় সরকারি কালভার্টের মুখ বন্ধ করে স্থাপনা তৈরি করায় গত কয়েক দিনের ভারী বৃষ্টিপাতে শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। এ বিষয়ে ভুক্তভোগি এলাকাবাসি সংসদ সদস্য ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ করলে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ঘটনাস্থল পরিদর্শন করেন।
জানা গেছে, উপজেলার চাঁদখালী ইউনিয়নের মৌখালী বাজারে সরকারি কালভার্টের মুখ বন্ধ করে মাহবুবুর রহমান উজ্জ্বল নামে এক ব্যক্তি স্থাপনা তৈরি করেছে। সে কারনে পানি সরবরাহের পথ প্রায় বন্ধ হয়ে যাওয়ায় গত দু’তিন দিনের ভারী বর্ষনে জলাবদ্ধতার সৃষ্টি হয়।
তাতে এলাকার শতাধিক পরিবার পানিবন্দী হয়ে কাঁচা ঘরবাড়ি ধসে পড়েছে। ফলে ক্ষতি হয়েছে প্রায় ১০লক্ষাধিক টাকার। ভেসে গেছে পুকুরের মাছ। এ বিষয়ে ভুক্তভোগি এলাকাবাসি সরকারি জায়গায় স্থাপনা অপসারন পূর্বক পানি নিষ্কাশনের ব্যবস্হা করার জন্য পাইকগাছা-কয়রার সংসদ সদস্য ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ করেন।
অভিযোগের প্রেক্ষিতে শনিবার দুপুরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইফতেখারুল ইসলাম শামিম ও ভাইস-চেয়ারম্যান আব্দুল ওয়াহাব বাবলু ঘটনাস্থলে পৌছে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্হা করবেন বলে এলাকাবাসিকে আশ্বস্হ করেন।
এ সময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইফতেখারুল ইসলাম শামিম স্থাপনা নির্মানকারি মাহবুবুর রহমান উজ্জ্বল কে আগামী ৩দিনের মধ্যে সকল স্থাপনা অপসারনের জন্য নির্দেশ দেন। এ বিষয়ে মাহবুবুর রহমান উজ্জ্বল জানান, সরকারি কালভার্টের মুখ দিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্হা করে দিবো বলে উপজেলা ভাইস-চেয়ারম্যান আব্দুল ওয়াহাব বাবলু এর সাথে আলোচনা হয়েছে।
বাখ//আর