পাইকগাছায় আদালতের নির্দেশ উপেক্ষা করে বাড়ি যাতায়াতের রাস্তা বন্ধের পায়তারা
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৮:৩৫:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ মার্চ ২০২৩
- / ৪৩২ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :
খুলনার পাইকগাছায় আদালতের নির্দেশ উপেক্ষা করে বাড়ি যাতায়তের রাস্তা বন্ধ করার পায়তারা করছে একটি চক্র। এ ব্যাপারে ভুক্তভোগিরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
জানা যায়, পাইকগাছা পৌরসভার ৪নং ওয়ার্ডের সরল মৌজায় এসএ ১৮ খতিয়ানে জনৈক আকবর আলি, আব্দুল মজিদ, শাহেব আলী মল্লিক, আব্দুল আলিম, ওমর আলী গাজীসহ কয়েকজন জমি ক্রয় করে দীর্ঘদিন ঘরবাড়ি নির্মান করে বসবাস করে আসছে। একটি কু-চক্রী মহল তাদের যাতায়তের রাস্তা আটকিয়ে মোটা অংকের টাকা নেয়ার চেষ্টা করে। তারা টাকা নিতে ব্যর্থ হয়ে জনৈক বিধবা মহিলা সরস্বতি মন্ডল কে দিয়ে আকবর আলি মোড়লকে ১নং বিবাদি করে ৫ জনের নাম উল্লেখ করে পাইকগাছা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন (যার নং এমআর ৪৫২/২২)। উক্ত মামলায় গত ১লা মার্চ বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম যাতায়তের রাস্তা উন্মুক্ত থাকবে বলে আদেশ দেন। এ আদেশ কে উপেক্ষা করে কুচক্রী মহল বিধবা সরস্বতি মন্ডল কে দিয়ে রাস্তা টি বন্ধ করার পায়তারা করছে।
সরস্বতি জানায়, আকবর আলী মোড়লগংরা আমার স্বামীর জমির উপর দিয়ে রাস্তা নির্মাণ করেছে। ভুক্তভোগী আকবর আলী মোড়লগংরা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
বা/খ: এসআর।