পাঁচবিবিতে মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস পালিত
- আপডেট সময় : ০৭:০০:২১ অপরাহ্ন, সোমবার, ৭ নভেম্বর ২০২২
- / ৪১২ বার পড়া হয়েছে

মোঃ জিহাদ মন্ডল, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি :
জয়পুরহাটের পাঁচবিবিতে মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে পৌর আওয়ামীলীগের আয়োজনে এক আলোচনা সভা সোমবার (৭ নভেম্বর) বিকেলে বারোয়ারী চত্ত্বরে অনুষ্ঠিত হয়।
পৌর আওয়ামীলীগের সভাপতি এস কে হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রনালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব এ্যাডঃ সামছুল আলম দুদু। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবু বকর ছিদ্দিক মন্ডল, জেলা আওয়ামীলীগের সদস্য মহির উদ্দিন মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন মন্ডল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কুসুম্বা ইউপি চেয়ারম্যান জিহাদ মন্ডল, পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক দেওয়ান সিরাজুল ইসলাম, মোহাম্মদপুর ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম পিন্টু, পৌর কাউন্সিলর আনিছুর রহমান বাচ্চু, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগাঠনিক সম্পাদক আরিফ রাব্বানী ইস্তিসহ উপজেলা, পৌর ও মহিলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বা/খ:জই