পরশুরামে নাশকতার অভিযোগে বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
ফেনী প্রতিনিধি
- আপডেট সময় : ০৬:২৬:৪৫ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩
- / ৭৭১ বার পড়া হয়েছে

ফেনীর পরশুরামে বিএনপির ডাকা ৪৮ ঘন্টার অবরোধ কর্মসূচীকে কেন্দ্র করে আধিপত্য বিস্তার, রাস্তায় টায়ার জ্বালিয়ে জনগণের চলাচলে বাঁধা সৃষ্টি ও ককটেল বিস্ফোরণ, গাড়ী ভাংচুর চেষ্টাসহ নাশকতার অভিযোগে বিএনপির আরও ১২ নেতা কর্মীর বিরুদ্ধে আরেকটি নতুন মামলা দায়ের করেছে পুলিশ। মামলার আসামিরা হলেন, পৌর বিএনপির আহবায়ক, কাজি ইউসুফ মাহফুজ, যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান মাসুদ, যুগ্ম আহবায়ক, মাইনউদ্দিন ভূইয়া সেলিম, জাহিদ হোসেন রুবেল, সামছুল আলম সাকিল,নরুল আলমসহ অজ্ঞাতনামা আরও অনেকে।
পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহাদাৎ হোসেন বলেন, বিএনপির ডাকা ৪৮ ঘন্টা অবরোধ কর্মসূচীকে কেন্দ্র করে পরশুরাম উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা সড়কে টায়ার জ্বালিয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এবং গাড়ী ভাংচুর করে জনগণের চলাচলে বাঁধা সৃষ্টি করার চেস্ট চালায়। বিশৃঙ্খলা ও নাশকতার অভিযোগে এলাকায় শান্তি রক্ষার স্বার্থে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।