পরশুরামে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে সমাপনী ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠান
পরশুরাম (ফেনী) প্রতিনিধি
- আপডেট সময় : ০৫:১৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩
- / ৪৫৬ বার পড়া হয়েছে

“সেবা ও উন্নতির দক্ষ রুপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার” এই প্রতিপাদ্য কে সামনে রেখে গতকাল ১৯শে সেপ্টেম্বর মঙ্গলবার ফেনীর পরশুরাম উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে তিনদিন ব্যাপী জাতীয় স্থানীয় সরকার দিবস এর সমাপনী ও পুরুস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা হাবিব শাপলা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি মং সিংনু মারমা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সামছুন নাহার, উপজেলা প্রকৌশলী এস এম শাহ আলম ভূইয়া, সমবায় কর্মকর্তা শরিফুল ইসলাম ভূইয়া, মৎস্য কর্মকর্তা সৈয়দ মোস্তফা জামান, পরশুরাম পৌরসভার (প্যানেল মেয়র-২) আবদুল মান্নান, পরশুরাম পৌরসভার সহকারী প্রকৌশলী মোঃ আবদুল আলিম, ১নং মির্জানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান ভুট্টোসহ উপজেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তা, ইউনিয়নের সচিব।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা জাসদের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার গাজী মাসুদ রানা, সাংবাদিক সবীর আহমেদ ফোরকান। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, এলজি ইডি, পরশুরাম পৌরসভা, তিনটি ইউনিয়নসহ মেলায় ৭টি স্টল বসানো হয়। মেলায় প্রথম স্থান অর্জন করে পরশুরাম পৌরসভা। মেলার সমাপনী অনুষ্ঠানে সকল স্টল কে পুরস্কৃত করা হয়।
বা/খ/রা