পত্নীতলায় নার্স ও মিডওয়াইফারিদের কর্ম বিরতি পালন
- আপডেট সময় : ০৬:১৬:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪
- / ৪২৬ বার পড়া হয়েছে
পত্নীতলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের আয়োজনে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক ও পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্ট্রার পদ থেকে সকল ক্যাডার কর্মকর্তাদের অপসারণপূর্বক উক্ত পদগুলোতে নার্সিং কর্মকর্তাদের পদায়নের ১ দফা দাবিতে ৩ দিন ব্যাপী কর্ম বিরতি কর্মসূচীর ২য় দিনে মঙ্গলবার কর্ম বিরতি পালন করা হয়েছে।
১ দফা দাবিতে কর্মসূচীর ১ম দিনে সকাল ৯ টা থেকে ১২ টা পর্যন্ত ৩ ঘন্টা কর্ম বিরতি চলাকালীন সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ খালিদ সাইফুল্লার কার্যালয়ে একটি স্মারকলীপি প্রদান করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ, ২য় দিনে সকাল ৯ টা থেকে ১২ টা পর্যন্ত ৩ ঘন্টা কর্ম বিরতি চলাকালীন সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে সমাবেশে উপস্থিত ছিলেন সিনিয়র নার্স ইনচার্জ মিনতী রাণী, সুলতান বেগম, আব্দুর রউফ, রওশন আরা বেগম, পিয়াংকা শীল, রাশেদা বেগম, নাজমা বেগম, মমতাজ বানু, ফারহানা বেগম প্রমুখ।
কর্মসূচীর ৩য় দিন সকাল ৯ টা থেকে ২ টা পর্যন্ত ৫ ঘন্টা কর্মবিরতি পালন করা হবে তারা জানান।
বাখ//পিব