এএম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া পটুয়াখালী) প্রতিনিধি :
উপকূলের পতিত লবনাক্ত জমিতে চাষ ছাড়া রিলে পদ্ধতিতে গম চাষের উৎপাদন’র লক্ষে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। হলে আমদানী খাতে অর্থ ব্যয় কমে যাবে। সোমবার দুপুরে পটুয়াখালীর কলাপাড়ায় অষ্ট্রেলিয়া-বাংলাদেশ গম ভূট্রা গবেষণা ইনষ্টিটিউটের যৌথ উদ্যোগে আয়োজিত এক কৃষক অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মব্বিুর রহমান মহিব। অনুষ্ঠানে ইউনিভার্সিটি অব ওয়ের্ষ্টান অষ্ট্রেলিয়ার ডেপুটি লিডার ডা: নিয়োগীর সভাপতিতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সম্পাদক মোতালেব তালুকদার, সহ-সভাপতি ফাতেমা আক্তার রেখা, কলাপাড়া থানার ওসি মো: জসীম, নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাবুল মিয়া প্রমূখ। এ সময় কৃষাণ-কৃষাণি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও গণমাধ্যমকমী উপস্থিত ছিলেন।
বক্তরা বলেন, রিলে পদ্ধতিতে পতিত লবনাক্ত জমিতে গম চাষের উৎপাদন বৃদ্ধি হলে আমদানী খাতে অর্থ ব্যয় কমে যাবে। তাই শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী কোথাও পতিত জমি রাখা যাবে না।
বা/খ: এসআর।