পটুয়াখালী-৪ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সোহাগের গণসংযোগ
- আপডেট সময় : ০২:২২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩
- / ৮৯৫ বার পড়া হয়েছে

দিন-রাত নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. শামীম আল সাইফুল সোহাগ।
তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ করে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও সফলতা বিষয়ক লিফলেট বিতরণ করছেন।
আজ মঙ্গলবার এ আসনের আওতাধীন রাঙ্গাবালী উপজেলার বিভিন্ন এলাকার হাট-বাজারে স্থানীয় আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নৌকার পক্ষে শামীম আল সাইফুল সোহাগ গণসংযোগ করে যাচ্ছেন।
এ সময় নৌকায় মনোনয়ন প্রত্যাশী শামীম আল সাইফুল সোহাগ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন ঘটে। আশা করি, তরুণদের মধ্য থেকেই মনোনয়ন দেবেন শেখ হাসিনা। সেক্ষেত্রে মনোনয়নে আমি আশাবাদী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিলে এমপি হয়ে এ জনপদের সার্বিক উন্নয়নের জন্য কাজ করব। তিনি আরও বলেন, শেখ হাসিনার সিদ্ধান্তে আমরা একমত। তিনি যাকে নৌকা দেবেন, আমরা তার পক্ষেই কাজ করব।