মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৫:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বেলকুচির সাবেক এমপিএ ড. আবু হেনার প্রথম জানাজা সম্পন্ন  সরকারের পতন ঘটানোর ক্ষমতা বিএনপি-জামায়াতের নেই: হানিফ রাবিতে স্নাতক ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন চার লক্ষাধিক  সরাসরি বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কায় শ্রীলঙ্কা যুবলীগ নেতা গোলাপের মৃত্যুতে এমপি এনামুল হকের শোক প্রকাশ  আমার লাশ যেন কাউকে দেখতে দেয়া না হয়: মৌসুমী ঈশ্বরদীতে সংবাদ সম্মেলনে মায়ের উপর নির্যাতনের বিচার চাইলেন ছেলে  বিএনপি নেতারা অসংলগ্ন প্রলাপ করছেন : ওবায়দুল কাদের নির্বাচনে গণমাধ্যমকর্মীদের বাধা দিলে ৭ বছরের জেল মেক্সিকোতে অভিবাসন কেন্দ্রে আগুন, নিহত ৩৭ রাজারহাটে ৪মাস পর বেতন ভাতা পাবেন শিক্ষক-কর্মচারীরা এক পরিবারে তিনের বেশি ব্যাংক পরিচালক নয় আমতলীর দলিলের বালাম ১৯০১-১৯৯২ সাল পর্যন্ত আজো বরগুনা জেলায় পৌঁছেনি মীরসরাইয়ে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার তাড়াশে আড়াই কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

নোরার সঙ্গে রোমান্সে মজেছেন অক্ষয়!

নোরার সঙ্গে রোমান্সে মজেছেন অক্ষয়!

বিনোদন ডেস্ক : 

শারীরিক আবেদন ও কোমরের দুলুনিতে অপ্রতিরোধ্য বলিউড আইটেম গার্ল নোরা ফাতেহির অনুরাগীর অভাব নেই। তার প্রেমিকদের তালিকাও ছোট নয়। সম্ভবত এবার এ তালিকায় নাম উঠতে যাচ্ছে অক্ষয় কুমারের। গুঞ্জন উঠেছে, স্ত্রী টুইঙ্কল ক্ষান্নার অনুপস্থিতিতে নোরার প্রেমে মজেছেন অক্ষয়।

জঙ্গলের মধ্যে লাল মাটির পথ। গাছগাছালি ঘেরা পুরোনো এক সেতুর নিচে নাচে কালো স্যুট আর টুপি পরা অক্ষয় কুমার। বলিউড ‘আইটেম গার্ল’ নোরা ফাতেহির সঙ্গে রোমান্সে মজেছেন বলিউডের এই সুপারস্টার! সবুজ ঝালর দেওয়া ড্রেস, খোলা চুলে সারা শরীরে রোদ মেখে নিয়েছেন নোরা ফাতেহি।

গুঞ্জনটি ডানা মেলেছে অক্ষয়ের মুক্তিপ্রতিক্ষীত ছবি ‘সেলফি’র একটি দৃশ্য থেকে। ভিডিওটির ওই দৃশ্য অক্ষয় নিজেই প্রকাশ করেছেন সামাজিক মাধ্যমে। সেখানে দেখা গেছে, গাছগাছালি ঘেরা পুরোনো এক সেতুর নিচে রোমান্স করছেন অক্ষয়-নোরা। পোস্টের ক্যাপশনে খিলাড়ি লিখেছেন, নোরা যে কোনো পরিস্থিতিতে নিমেষে আগুন জ্বালতে পারে। তুমি কী পারো?

অক্ষয়ের এই ক্যাপশনই নেটিজেনদের মাঝে সন্দেহ জন্ম দিয়েছে। কেননা ব্যক্তিগত কাজে অক্ষয়ের স্ত্রী টুইঙ্কল লন্ডনে রয়েছেন। নেটাগরিকরা ভাবছেন, স্ত্রীর অনুপস্থিতিতে নোরার প্রেমে মজেছেন অক্ষয়। সেকারণেই নোরার প্রশংসায় পঞ্চমুখ হয়ে টুইঙ্কলকে প্রশ্ন ছুড়ে দিয়েছেন তিনি। অনেকে মন্তব্যের ঘরে লিখেছেন, ‘টুইঙ্কলকে বলেছেন এ কথা?’ তবে এ প্রশ্নের কোনো উত্তর দেননি অক্ষয়।

দক্ষিণি সিনেমা ‘ড্রাইভিং লাইসেন্সে’র রিমেক অক্ষয়ের মুক্তিপ্রতিক্ষীত ‘সেলফি’। এটি নির্মাণ করেছেন রাজ মোহতা। অক্ষয় ছাড়াও এতে অভিনয় করছেন ইমরান হাশমি, নুসরত ভারুচ্চা এবং ডায়ানা পেন্টি প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *