নারী সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২২ এ বাংলাদেশের কাছে হারের ব্যর্থতার দায় কাধে নিয়ে পদত্যাগ করেছেন নেপালের কোচ কুমার থাপা। ফাইনালের পর সংবাদ সম্মেলনে পদত্যাগের কথা জানান তিনি। বলেন, লক্ষ্য পূরণ না হওয়ায় তার এই সিদ্ধান্ত।
ফাইনালের আগে বাংলাদেশকে যথেষ্ট সমীহের চোখে দেখছিলেন নেপালি এই কোচ। নিজ দলের চেয়ে বাংলাদেশকে এগিয়ে রেখেছিলেন থাপা। যদিও জয়ের ব্যাপারে বেশ আশাবাদী ছিলেন থাপা। আশ্বাস দিয়েছিলেন, শেষ হাসি হাসবে তার দলই। কিন্তু সেটা না না হওয়াতেই প্রস্থান নিলেন তিনি।
থাপা বলেন, “আমরা প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হওয়ায় আমি নেপালি সমর্থকদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাই। আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করেছি এবং সর্বোচ্চ পর্যায়ে যাওয়ার জন্য আমাদের প্রচেষ্টা চালিয়েছি।”
“আমি দলের পারফরম্যান্সে সন্তুষ্ট, কিন্তু আমরা ট্রফি জিততে না পারায় হতাশ। আমি এখনই দায়িত্ব ছেড়ে দেব। আমি আমার লক্ষ্য পূরণ করতে ব্যর্থ। এরপরও পদ দখল করে থাকা ভালো কিছু নয়। আমার সানন্দে অন্যদের জন্য পথ তৈরি করা দেওয়া উচিত।