সোমবার, ২০ মার্চ ২০২৩, ০৫:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় কোরআনে হেফজ সবক অনুষ্ঠান অনুষ্ঠিত সূর্যমুখী’র সাথে হাঁসছে কৃষক গাজীপুরে মেয়র প্রার্থীতা ঘোষণা মামুন মন্ডলের শালিখায় পানি সরবরাহের স্মল স্কিম বাস্তবায়ন বিষয়ক অবহিতকরন সভা  লালমনিরহাটে জমি ও গৃহ প্রদান বিষয়ে প্রেস ব্রিফিং এ কেমন শত্রুতা পশ্চিম রেলওয়ের সরঞ্জাম নিয়ন্ত্রক অধিদপ্তরের কেনাকাটায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উজিরপুরে উপজেলা উন্নয়ন সমন্বয় ও আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মঠবাড়িয়ার কিশোর গ্যাংয়ের ধারালো অস্ত্রের কোপে যুবক জখম বাঙালহালিয়ায় ইসলামী ব্যাংকের আউটলেট শাখার উদ্বোধন কলমাকান্দায় উপজেলা প্রশাসনের প্রেস ব্রিফিং  ভাঙ্গায় ভূমিহীন ও গৃহহীন পরিবার পুনর্বাসন ও গৃহ হস্তান্তর বিষয়ক সংবাদ সম্মেলন পাইকগাছায় মানবাধিকার সাংবাদিক ফোরামের বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত ফরিদপুরে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং পুত্রের সমাবর্তন থেকে বাড়ি ফেরা হলনা না মুক্তিযোদ্ধা পিতার

নৃত্য পরিচালক মাসুম বাবুল আর নেই

নৃত্য পরিচালক মাসুম বাবুল আর নেই

বিনোদন ডেস্ক : 

ঢাকাই চলচ্চিত্রের খ্যাতিমান নৃত্যপরিচালক মাসুম বাবুল আর নেই (ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহী রাজিউন)।

সোমবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। ঢাকা মেইলকে এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সহ-সাধারণ সম্পাদক চিত্রনায়ক সাইমন সাদিক।

সাইমন বলেন, হ্যা, মাসুম বাবুল ভাই মারা গেছেন। আমি মাত্রই খবরটি শুনলাম। আমি ওখানেই যাচ্ছি। উনি আমার প্রথম ছবির নৃত্য পরিচালক ছিলেন এবং তিনি সুস্থ থাকা পর্যন্ত আমি যতগুলো ছবি করেছি সবকটাতেই তিনি ছিলেন। তাই তার প্রতি আমার শ্রদ্ধা ও ভালোবাসার জায়গাটা অন্যরকম।

দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন মাসুম বাবুল। অসুস্থতার কারণে কাজ থেকে নিয়েছিলেন ছুটি। ওষুধই ছিল তার নিত্যদিনের সঙ্গী। গত বছর ভারতে চিকিৎসা নিয়ে দেশে ফিরে আসেন এ পরিচালক। অবস্থার উন্নতি না হওয়ায় ওই বছরের অক্টোবরে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হন তিনি।

কিছুদিন সুস্থ থাকার পর ফের অসুস্থ হয়ে পড়েন তিনি। চলতি বছর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ভর্তি করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। তারপর থেকে সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি।

পঁয়ত্রিশ বছরের ক্যারিয়ারে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন মাসুম বাবুল। এ ছাড়াও বঙ্গবন্ধুর বায়োগ্রাফিতে একমাত্র বাংলাদেশি টেকনিশিয়ান হিসেবেও কাজ করেন তিনি। সিনেমাটি মুক্তির অপেক্ষায়।

প্রসঙ্গত, পয়ত্রিশ বছরের ক্যারিয়ারের তিনবার (দোলা, কি যাদু করিলা, একটি সিনেমার গল্প) জাতীয় পুরস্কার অর্জন করেন মাসুম বাবুল। এছাড়াও বঙ্গবন্ধুর বায়োগ্রাফিতে একমাত্র বাংলাদেশি টেকনিশিয়ান হিসেবে কাজ করেছেন তিনি। সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। ব্যক্তিগত জীবনে তিনি এক ছেলে ও এক মেয়ের বাবা।

শিশুশিল্পী হিসেবে অভিনয়ের আঙিনায় পা রেখেছিলেন মাসুম বাবুল। ১৯৬২ সালের ৩১ ডিসেম্বর ময়মনসিংহে তার জন্ম। তারকা নৃত্যপরিচালক হিসেবে ঈর্ষণীয় পর্যায়ে নিজেকে নিয়ে যান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *