মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ১১:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কয়লা সংকটে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট ৫ দিন ধরে বন্ধ কলমাকান্দায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল শিক্ষার্থীর দেশের ৫ বিভাগসহ ১১ অঞ্চলে তাপদাহ ফের ক্ষমতায় আসতে পারেন হাসিনা ও মোদি: দ্য ইকনোমিস্ট নির্বাচনের আগে বিদ্যুতের দাম বাড়ানোর পরিকল্পনা নেই যুক্তরাষ্ট্রের সাথে টানাপড়েন হলে আলোচনায় সমাধান: আইনমন্ত্রী সরকারের সুর নরম হয়েছে: ফখরুল ভাঙছে মেয়েদের সাফজয়ী দল আফগান সিরিজের প্রাথমিক তালিকা প্রস্তুত, নেই রিয়াদ মাগুরায় অশ্লীল ভিডিও ধারণ ও জিম্মি করে মুক্তিপণ দাবী করা চক্রের মূলহোতাসহ গ্রেফতার ২ নারী মাদারগঞ্জে আওয়ামী লীগ নেতার মা’র জানাজায় মির্জা আজম মহিপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকাকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন শ্রীপুরে আ.লীগের সদস্য নবায়ন ও সংগ্রহ কার্যক্রম উদ্বোধন  গলাচিপায় প্রবীণ শিক্ষকের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক ঝিকরগাছায় বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে সংবিধান অনুযায়ী : আইনমন্ত্রী

// কসবা (ব্রাক্ষণবাড়িয়া) প্রতিনিধি //

গতকাল সোমবার ( ১ মে) সকালে কসবা উপজেলার পানিয়ারূপ সিরাজুল হক স্কুল এন্ড কলেজ মাঠে উপজেলা প্রথমিক শিক্ষক সমিতির আয়োজনে আইনমন্ত্রী আনিসুল হক এমপির সাথে কসবা উপজেলার সরকারী প্রথমিক শিক্ষকগনের মতবিনিময় সভা অনুষ্টিত হয়।

উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি এইচ,এস সারোয়ারের সভাপতিত্বে প্রধান অতিথি আইনমন্ত্রী আনিসুল হক এমপি বলেন, আপনারা শিশুদের প্রথম শিক্ষা দেন। তাদের সঠিক পথে চলার পথ দেখান। এ জন্য আমরা আপনাদের কাছে ঋণী। আমি আজ মাঝখানে নষ্ট রাজনীতির কথায় যাবো না। আমি বলবো বঙ্গবন্ধু কি চেয়েছিলেন? তিনি চেয়েছিলেন আপনাদের মর্যাদার প্রাতিষ্ঠানিক রূপ দিতে।

১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার ফলে সব পরিকল্পনা নষ্ট হয়ে যায়। আপনাদের দ্বিতীয় শ্রেণির মর্যাদা পাওয়ার দাবীর বিষয়টি প্রধানমন্ত্রী ও শিক্ষা মন্ত্রীর কাছে পৌঁছিয়ে দেব। একটা কথা মনে রাখবেন শিক্ষা শুধু প্রতিষ্ঠানে বই পুস্তকেই হয় না। শিক্ষা জীবন ধারন লালন পালনে চলাচলের পথ নির্দেশ করে। বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে যারা ক্ষমতায় এসেছিলো তারা আমাদের শিশুদের, ছাত্রছাত্রীদের বিকৃত ইতিহাস শিখিয়ে দেশটাকে মিনি পাকিস্তান বানাতে চেয়েছিলো। তারা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে আওয়ামীলীগ ও আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে ধংস করে দিতে চেয়েছিলো। শেখ হাসিনা তাদের সেই স্বপ্ন ধংস করেছে। শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার। আমরা উন্নয়নের মহাযাত্রায় সামিল।

২০৪১ সালে বাংলাদেশ হবে উন্নত রাষ্ট্র। তিনি বলেন, দুর্নীতির দায়ে তত্বাবধায়ক সরকারের আমলে দায়েরকৃত মামলায় খালেদা জিয়ার কারাদন্ড হয়েছে। জননেত্রী শেখ হাসিনার মহানুভবতায় তাকে শর্ত সাপেক্ষে জামিনে মুক্তি দেয়া হয়। এখন বলে তাকে বিদেশে চিকিৎসা করতে হবে। তারা বিদেশিদের অর্থাৎ আমেরিকা ও যুক্তরাজ্যের সাহায্য চায় সেখানে নালিশ দেয়, দেশে নির্বাচনে হস্তক্ষেপ করতে। নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধিনে সংবিধান অনুযায়ী। এখানে কারো হস্তেক্ষেপের সুযোগ নেই। তারা এখন নানাহ ষড়যন্ত্রে লিপ্ত। দেশে আবারো জ্বালাও পোড়াও রাজনীতি শুরু হতে পারে। তাই সকলকে চোখ কান খোলা রাখতে হবে। তিনি আরো বলেন, শিক্ষকরা হলো দেশের অমূল্য সন্তান। আপনারাই পারেন সত্যটুকু প্রকাশ করে জাতিকে সঠিক পথ দেখাতে। প্রাথমিক শিক্ষকদের এ জন্য অনেক দায়িত্ব ও কর্তব্য।

উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মোঃ দেলোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন , উপজেলা পরিষদ চেয়ারম্যান এডঃ রাশেদুল কাওসার ভুইয়া জীবন ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আমিমুল এহসান খান। বক্তব্য রাখেন প্রধান শিক্ষক জহিরুল ইসলাম স্বপন, আয়েশা বেগম, গোলাম রব্বানী, নাজির আহমেমদ, আমজাদ হোসেন, ফুল মিয়া ও শাহাদত হোসেন। এ সময় দলীয় নেতৃবৃন্দসহ উপজেলার প্রাথমিক বিদ্যালয় শিক্ষকগন, জনপ্রতিনিধিগন ও গণ্যমান্য লোকজন উপস্থিত ছিলেন।

বা/খ: এসআর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *