মাগুরার মহম্মদপুরের শিশু ইয়ামিন নদীতে গোসল করতে নেমে নিখোজের ২৪ ঘন্টাপর মধুমতি নদী থেকে লাশ উদ্ধার করা হয়েছে। খুলনা থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দলের প্রচেষ্টায় শুক্রবার তার লাশ উদ্ধার হয়েছে।
জানা যায়, মহম্মদপুরে দক্ষিণ রানপুর গ্রামের মোঃ রাজ্জাক মোল্ল্যার পুত্র মোঃ ইয়ামিন ( ১২) বৃহস্পতিবার দুপুর ১টার দিকে বাবুখালী ইউনিয়নের দাতিয়াদাহ গ্রামে রঘুনাথপুরের ঘাটের সাথে ওলিয়ারের ঘাট সোজা মধুমতি নদীতে গোসল করতে নেমেছিল। তার পর থেকে তাকে আর পাওয়া যায়নি।
অবশেষে খুলনা থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দলের প্রচেষ্টায় তর লাশ উদ্ধার হয়েছে।