কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার শাখার বেসরকারি শিক্ষকদের সংগঠন বাংলাদেশ শিক্ষক সমিতির ত্রি- বার্ষিক সন্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৪ মার্চ) নিকলী শহীদ স্মরণিকা বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের তৃতীয় তলায় সকাল ১০ টায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলার জারুইতলা স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক ও বাশিসের উপজেলা শাখার সভাপতি মোঃ বেলায়ত হোসেন বাদলের সভাপতিত্বে ও কারার আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ জেলা শাখার বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি মোঃ আফাজুর রহমান খান, সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির, জেলা শাখার প্রচার সম্পাদক প্রদীপ কুমার সাহা, সহ সভাপতি মোঃ হোসেন আলী , রসুলপুর হানিফ ভুঞা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বাদল মিয়া, নিকলীর ছাতিরচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদরুজ্জামান চৌধুরী।
দামপাড়া কারার মাহতাব উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুমন সাহা বলেন, আমরা ক্লাস নিচ্ছি, ঢাকায় প্রেস ক্লাবে শিক্ষকেরা জাতীয় করনের আন্দোলন করছে, আর আমরা বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম নিয়ে ব্যাস্ত। আমাদেরকে রাস্তায় নামিয়ে নেতারা কিছু পেলেই নিরব হয়ে যান।
রসুলপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জসিম উদ্দিন, মজলিসপুর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম মৃধা, তাড়াইল উপজেলার শিক্ষক সমিতির সদস্য নজরুল ইসলাম। করিমগঞ্জ উপজেলা শাখার সদস্য ও উরদিঘী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শামছুজ্জামান আকন্দসহ এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/ শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে চুল চেরা আলোচনার পর, উপজেলার শহীদ স্মরণিকা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাফি উদ্দিনকে সভাপতি ও দামপাড়া কারার মাহতাব উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।