সোমবার, ২০ মার্চ ২০২৩, ০৭:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এনায়েতপুরে স্বাধীনতার মাসে নৌকা প্রতীকে ভোট দেয়ার শপথ সমাবেশ জনগণের মুখের হাঁসি ধরে রাখাই আমার লক্ষ্য মহিপুরে দেড় কোটি টাকার অবৈধ হাঙ্গর শাপলাপাতা ও নাংলা মাছ জব্দ রংপুর চেম্বারে ব্যবসায়ীদের মত বিনিময় সভা অনুষ্ঠিত  রুমায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ : আহত ১৪ ঘোড়াঘাট আরসি বালিকা বিদ্যালয়ে বিদায় ও বরণ অনুষ্ঠান কলমাকান্দায় উপকারভোগীদের মাঝে সহায়তা প্রদান নওগাঁয় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ সন্ত্রাসী আটক নওগাঁয় ব্যবসায়ির ১৪ লাখ টাকা ছিনতাই : গ্রেফতার ২ নওগাঁয় উদ্যোক্তা মেলায় ১৬ লাখ টাকার বেচাকেনা : সময় বৃদ্ধির দাবী একডালা ইউনিয়ন আ.লীগের সভাপতি ফটিক সম্পাদক মজিদ কলাপাড়া আইনজীবী কল্যাণ সমিতির সভাপতি নাথুরাম : সম্পাদক আনোয়ার নির্বাচিত গলাচিপায় ইউএনও’র প্রেস ব্রিফিং কলাপাড়ায় কোরআনে হেফজ সবক অনুষ্ঠান অনুষ্ঠিত সূর্যমুখী’র সাথে হাঁসছে কৃষক

নিউজিল্যান্ডের নাটকীয় জয়

নিউজিল্যান্ডের নাটকীয় জয়

স্পোর্টস ডেস্ক: শেষ বলে জয়! দুর্দান্ত এক ইনিংস খেলা উইলিয়ামসনকে বুকে জড়িয়ে নিলেন ওয়াগনার। তা যেন বিশ্বাসই হচ্ছে না লঙ্কান ক্রিকেটারের।

কেন উইলিয়ামসনের অপরাজিত সেঞ্চুরির ইনিংসে ক্রাইস্টচার্চ টেস্টে শ্রীলংকাকে দুই উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। কিন্তু এই জয়ের আগে টেস্ট জমিয়ে দিয়েছিলো বেরসিক বৃষ্টি। দুই দলের সমান তালের রানের ম্যাচে হরো হতে গিয়েও হিরো হয়নি বৃষ্টি। বরং উইলিয়ামসনই এই ম্যাচের নায়ক।

চতুর্থ ইনিংসে জয়ের জন্য ২৮৫ রানের লক্ষ্যমাত্রা ছিল স্বাগতিকদের। বৃষ্টি-বিঘ্নিত শেষ দিনে ৮ উইকেট হারিয়ে ছুঁয়ে ফেলে কিউইরা। চতুর্থ দিনের শেষে ২৮৫ রানের লক্ষ্যমাত্রায় নিউজিল্যান্ড এক উইকেটে ২৮ করে খেলা শেষ করেছিলো। শেষ দিনে বৃষ্টি প্রথম সেশনের পর দ্বিতীয় সেশনেরও কিছুটা সময় কেড়ে নিলে জমে ওঠে নাটক।

সেখানে কিউইদের স্কোর ফিফটি স্পর্শ করার পর টম ল্যাথামকে হারান কেন উইলিয়ামসন। দলের সংগ্রহ ৯০-এ পৌঁছার পর হেনরি নিকোলসও ছেড়ে যান তাকে। জুটি বাঁধেন ড্যারিল মিচেল। চতুর্থ উইকেটে দু’জন ১৪২ রান জুড়ে দিয়ে দলের সম্ভাবনা জাগান। কিন্তু মিচেল ৮১ করে ফেরার পর কিউইদের ২৮০ রানের মধ্যে আরও চার উইকেট ফেলে দিয়ে শ্রীলংকা দারুণভাবে ম্যাচে ফেরে।

তবে উইলিয়ামসনের ব্যাটিং দৃঢ়তায় শেষ হাসিটা স্বাগতিকরাই হাসে। টেস্ট ক্যারিয়ারে ২৭তম সেঞ্চুরি নিয়ে ১২১ রানে অপরাজিত থাকেন উইলিয়ামসন। লংকান পেসার আসিথা ফার্নান্ডো তিন উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোরকার্ড
শ্রীলঙ্কা প্রথম ইনিংস- ৩৫৫/১০ (৯২.৪ ওভার) (কুশল মেন্ডিস ৮৭, অ্যাঞ্জেলো ম্যাথুস ৪৭, ধনঞ্জয়া ৪৬: টিম সাউদি ৫/৬৪, ম্যাট হেনরি ৪/৮০)

নিউজিল্যান্ড প্রথম ইনিংস- ৩৭৩/১০ (১০৭.৩ ওভার) (ড্যারেল মিচেল ১০২, ম্যাট হেনরি ৭২, টম ল্যাথাম ৬৭; আসিথা ফার্নান্দো ৪/৮৫, লাহিরু কুমারা ৪/৭৬)

শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংস- ৩০২/১০ (১০৫.৩ ওভার) (অ্যাঞ্জেলো ম্যাথুস ১১৫, ধনঞ্জয়া ডি সিলভা ৪৭*, দিনেশ চান্দিমাল ৪২; ব্লেয়ার টিকেনার ৪/১০০, ম্যাট হেনরি ৩/৭১ ও টিম সাউদি ২/৫৭)

নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংস (লক্ষ্য ২৮৫)- ২৮৫/৮ (৭০ ওভার) (কেন উইলিয়ামসন ১২১*, ড্যারেল মিচেল ৮১, টম ল্যাথাম ২৪; আসিথা ফার্নান্দো ৩/৬৩, জয়সুরিয়া ২/৯২)

ফলাফল: নিউজিল্যান্ড ২ উইকেটে জয়ী

এদিকে নিউজিল্যান্ডের জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলা নিশ্চিত হয়েছে ভারতের। আগেই এই টিকেট নিয়েছে অস্ট্রেলিয়া। এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে ভারত-অস্ট্রেলিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *