নারী এশিয়া কাপ ক্রিকেটের আসর শুরু কাল
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০১:৩৪:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০২২
- / ৪৫৬ বার পড়া হয়েছে

আগামীকাল শনিবার থেকে সিলেটে বর্তমান চ্যাম্পিয়ন ও স্বাগতিক বাংলাদেশ নারী ক্রিকেট দলের ম্যাচ দিয়ে পর্দা উঠতে যাচ্ছে নারী টি-টোয়েন্টি এশিয়া কাপ ক্রিকেটের চতুর্থ আসরের। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ থাইল্যান্ড নারী ক্রিকেট দল।
প্রথম ম্যাচে জয় দিয়ে টুর্নামেন্টে শুভ সূচনা করতে চায় বর্তমান চ্যাম্পিয়নরা। তাই খাইল্যান্ডের বিপক্ষে জয়ের বিকল্প চিন্তা ছাড়াই মাঠে নামবে নিগার সুলতানার দলটি।
ইনজুরি কাটিয়ে এশিয়া কাপে অংশ নিতে বাংলাদেশ দলে যোগ দিয়েছেন অভিজ্ঞ পেসার জাহানারা আলম। এদিকে, বাংলাদেশের বিপক্ষে জয় দিয়ে টুর্নামেন্টে শুভ সূচনার লক্ষ্য থাইল্যান্ডের নারীদেরও।
ম্যাচটি শুরু হবে সকাল ৯টায়। একই মাঠে দিনের আরেক ম্যাচে দুপুর দেড়টায় মুখোমুখি হবে ভারত এবং শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল।