নিজস্ব প্রতিবেদক: ঘূর্ণিঝড় মোখা উপকূল অতিক্রম করার পর সমুদ্রবন্দরগুলোতে দেয়া মহাবিপদ সংকেত নামিয়ে নিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এখন সব সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
রোববার সন্ধ্যা ৬টায় দেয়া আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
গত ৮ মে বঙ্গোপসাগরে সৃষ্টি হয় লঘুচাপ, পরে তা নিম্নচাপ হয়ে ১১ মে ঘূর্ণিঝড় মোখায় পরিণত হয়। রোববার সন্ধ্যা ৬টা নাগাদ মোখা বাংলাদেশ উপকূল অতিক্রম শেষ করে মিয়ানমারে প্রবেশ করে। সেখানে এটি দুর্বল হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে।
আবহাওয়া বুলেটিনে বলা হয়েছে, কক্সবাজার সমুদ্রবন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
একই ভাবে চট্টগ্রাম ও পয়রা বন্দরকে দেয়া ৮ নম্বর মহাবিপদ সংকেত ও মোংলা বন্দরকে দেয়া ৪ নম্বর স্থানীয় হুসিয়ারি সংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এই অবস্থায় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
তবে ঝড়ের প্রভাবে দেশের আট বিভাগে ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আগামী ৭২ ঘন্টা বৃষ্টিপাতের এই প্রবণতা অব্যাহত থাকতে পারে।