নানা আয়োজনে উল্লাপাড়ায় শেখ রাসেল দিবস পালিত
- আপডেট সময় : ০২:১৬:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২
- / ৪২৩ বার পড়া হয়েছে

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পুষ্পমাল্য অর্পণ, বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৫৯তম জন্মদিন ও শেখ রাসেল দিবস-২০২২ পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের নানা আয়োজনে দিবসটি পালিত হয়। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনিক ভবনের সামনে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জ্বল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমি, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান, উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম সহ বিভিন্ন সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানের প্রধানবর্গ। এরপর উপজেলা পরিষদ হলরুমের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। র্যালিতে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। র্যালী শেষে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জ্বল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।