নাটোরে ভেজাল গুড় উৎপাদনের দায়ে তিন লাখ টাকা জরিমানা
- আপডেট সময় : ০৯:০৮:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৭ অক্টোবর ২০২২
- / ৪০৮ বার পড়া হয়েছে

নাটোর জেলার লালপুর উপজেলায় ভেজাল গুড় উৎপাদককে তিন লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ সোমবার উপজেলার বালিতিতা ইসলামপুর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকারী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান তানভীর জানান, অভিযানে উদ্ধারকৃত প্রায় তিন টন ভেজাল গুড়, ২৮০ কেজি চিটাগুড়, ৬৫ কেজি হাইড্রোসালফেট, ২০ কেজি ফিটকিরি, পাঁচ কেজি চুন, দুই কেজি টেক্সটাইল রং এবং ১০ কেজি ডালডা ধ্বংস করা হয়েছে।
অভিযানকালে গুড় ব্যবসায়ী সাগর হোসেনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪২ ধারায় খাদ্যপণ্যে মানবদেহের জন্যে ক্ষতিকর উপাদান মিশ্রণের অভিযোগে দুই লক্ষ টাকা এবং আইনের ৪৩ ধারায় অবৈধ প্রক্রিয়ায় গুড় উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণের অপরাধে আরো এক লক্ষ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ প্রদান করে অভিযুক্ত ব্যক্তি দায় থেকে অব্যাহতি পান। র্যাব-৫ এর পুলিশ সুপার নাজলী ফেরদৌসীর নেতৃত্বে র্যাবের একটি দল অভিযানকালে সহযোগিতা প্রদান করে।