ঢাকা ০৩:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

নরেন্দ্র মোদি শনিবার ৭৫ হাজার জনকে চাকরি দিচ্ছেন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৩:২১ অপরাহ্ন, শুক্রবার, ২১ অক্টোবর ২০২২
  • / ৪৪৬ বার পড়া হয়েছে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক ডেস্ক : 
দীপাবলির আগেই ‘উপহার’ দিতে চলেছে নরেন্দ্র মোদি সরকার। আগামীকাল শনিবার ৭৫ হাজার জনকে নিয়োগ তুলে দেবেন প্রধানমন্ত্রী। সবমিলিয়ে রোজগার মেলার মাধ্যমে ১০ লাখ চাকরি দেবে কেন্দ্র। নতুন কর্মীদের উদ্দেশে বক্তব্যও রাখবেন মোদী। প্রধানমন্ত্রীর দফতরের তরফে এ কথা জানানো হয়েছে।

প্রধানমন্ত্রীর দফতর থেকে বলা হয়েছে, দেশের যুবকদের চাকরি দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী, তা পূরণে এটা উল্লেখযোগ্য পদক্ষেপ। চলতি বছরের জুন মাসে কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছিল, ২০২৪ সালে লোকসভা নির্বাচনের আগে দেড় বছরের মধ্যে ১০ লাখ নিয়োগ করার লক্ষ্য নিয়েছেন মোদী। সেই প্রতিশ্রুতি পূরণ করতেই এই রোজগার মেলার উদ্যোগ।

ক্ষমতায় এলে বছরে ২ কোটি চাকরি দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন মোদি। কিন্তু সেই প্রতিশ্রুতি পূরণ হয়নি বলে বার বার কর্মসংস্থান নিয়ে মোদি সরকারের দিতে আঙ্গুল তুলেছে বিরোধী শিবির। বৃহস্পতিবার কংগ্রেস নেতা রাহুল গান্ধী টুইটারে লিখেন, নিজের দুই ধনী বন্ধুকে বিশ্বের সব থেকে ধনী করে তোলার অন্ধ প্রচেষ্টায় ভারতের কর্মসংস্থান তৈরির শিল্পকে খোঁড়া করে দিয়েছেন। এর আগেও রাহুলসহ বিরোধী নেতারা কর্মসংস্থান নিয়ে কেন্দ্রকে নিশানা করেছেন। বেকারত্বের হার নিয়ে মোদি সরকারের সমালোচনায় সরব হয়েছেন তারা।

সামনে গুজরাট, হিমাচলের নির্বাচন রয়েছে। দেড় বছর বাদেই লোকসভা নির্বাচন। ২০২৪ সালের আগে কর্মসংস্থান নিয়ে নিজেদের ভাবমূর্তি উজ্জ্বল করতেই ‘রোজগার মেলা’ করার উদ্যোগ নিয়েছেন মোদি সরকার, এমনটাই অভিযোগ বিরোধীদের।

নিউজটি শেয়ার করুন

নরেন্দ্র মোদি শনিবার ৭৫ হাজার জনকে চাকরি দিচ্ছেন

আপডেট সময় : ১২:৪৩:২১ অপরাহ্ন, শুক্রবার, ২১ অক্টোবর ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : 
দীপাবলির আগেই ‘উপহার’ দিতে চলেছে নরেন্দ্র মোদি সরকার। আগামীকাল শনিবার ৭৫ হাজার জনকে নিয়োগ তুলে দেবেন প্রধানমন্ত্রী। সবমিলিয়ে রোজগার মেলার মাধ্যমে ১০ লাখ চাকরি দেবে কেন্দ্র। নতুন কর্মীদের উদ্দেশে বক্তব্যও রাখবেন মোদী। প্রধানমন্ত্রীর দফতরের তরফে এ কথা জানানো হয়েছে।

প্রধানমন্ত্রীর দফতর থেকে বলা হয়েছে, দেশের যুবকদের চাকরি দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী, তা পূরণে এটা উল্লেখযোগ্য পদক্ষেপ। চলতি বছরের জুন মাসে কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছিল, ২০২৪ সালে লোকসভা নির্বাচনের আগে দেড় বছরের মধ্যে ১০ লাখ নিয়োগ করার লক্ষ্য নিয়েছেন মোদী। সেই প্রতিশ্রুতি পূরণ করতেই এই রোজগার মেলার উদ্যোগ।

ক্ষমতায় এলে বছরে ২ কোটি চাকরি দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন মোদি। কিন্তু সেই প্রতিশ্রুতি পূরণ হয়নি বলে বার বার কর্মসংস্থান নিয়ে মোদি সরকারের দিতে আঙ্গুল তুলেছে বিরোধী শিবির। বৃহস্পতিবার কংগ্রেস নেতা রাহুল গান্ধী টুইটারে লিখেন, নিজের দুই ধনী বন্ধুকে বিশ্বের সব থেকে ধনী করে তোলার অন্ধ প্রচেষ্টায় ভারতের কর্মসংস্থান তৈরির শিল্পকে খোঁড়া করে দিয়েছেন। এর আগেও রাহুলসহ বিরোধী নেতারা কর্মসংস্থান নিয়ে কেন্দ্রকে নিশানা করেছেন। বেকারত্বের হার নিয়ে মোদি সরকারের সমালোচনায় সরব হয়েছেন তারা।

সামনে গুজরাট, হিমাচলের নির্বাচন রয়েছে। দেড় বছর বাদেই লোকসভা নির্বাচন। ২০২৪ সালের আগে কর্মসংস্থান নিয়ে নিজেদের ভাবমূর্তি উজ্জ্বল করতেই ‘রোজগার মেলা’ করার উদ্যোগ নিয়েছেন মোদি সরকার, এমনটাই অভিযোগ বিরোধীদের।