নরসিংদীতে ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩
// সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি //
- আপডেট সময় : ০৯:০৯:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩
- / ৬৯২ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ
(Google News) ফিডটি
নরসিংদীতে ১০ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। বুধবার সন্ধ্যায় নরসিংদী পৌর এলাকার ভেলানগরস্থ ঢাকা বাসস্ট্যান্ড হতে তাদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার সামসুল আরেফিন।
গ্রেপ্তারকৃতরা হলো ব্রাহ্মণবাডযিার নবীনগর উপজেলার সামুকগ্রামের শিশির চক্রবর্তী (২৮), নরসিংদী সদর উপজেলার দক্ষিণ শীলমান্দি এলাকার মোহাম্মদ সজীব মিযা (২৭) ও একই উপজেলার দক্ষিণ কান্দাপাড়ার নূরতাজ বেগম (৬০)।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ভেলানগরের জেলা পরিষদের সামনের ঢাকা বাসস্ট্যান্ডে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ। এসময় তিনজনকে আটক এবং তাদের দখল হতে ১০ কেজি গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে সদর থানায় মামলা হয়েছে।