নতুন ড্রোন উন্মোচন করলো ইরান
আন্তর্জাতিক ডেস্ক
- আপডেট সময় : ১২:৪৭:১৭ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩
- / ৪৯৭ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ
(Google News) ফিডটি
মধ্যপ্রাচ্যের পারমাণবিক শক্তিসমৃদ্ধ দেশ ইরান নতুন একটি ড্রোন উন্মোচন করেছে। মঙ্গলবার (২২শে আগস্ট) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় মোজাহের-১০ নামের ড্রোনটি উন্মোচন করে।
সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, মোজাহের ড্রোনের নতুন এ ভার্সনটি ৩০০ কেজির বোমা বহন করতে পারবে। এটি ঘণ্টায় ২১০ কিলোমিটার বেগে উড়তে পারে এবং ড্রোনটি একসঙ্গে ৪৫০ লিটার জ্বালানি বহন করতে পারে। ড্রোনটি ৭ হাজার মিটার উচ্চতা দিয়ে বিরতিহীনভাবে ২ হাজার কিলোমিটার পর্যন্ত উড়তে পারবে।
এদিকে ইরানের নতুন এ ড্রোনটির সঙ্গে যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ রিপার ড্রোনের সাদৃশ্য রয়েছে। ইরান ড্রোনটির একটি ভিডিও প্রকাশ করেছে। এতে দেখা যাচ্ছে গোপন একটি স্থানে এটি উড়ানো হচ্ছে। জানা গেছে, ১৯৮০ সালের দিকে ইরান প্রথম মোজাহের ড্রোন তৈরি করেছিল। সেটির সর্বশেষ সংযোজন হলো মোজাহের-১০।