নওগাঁয় শিক্ষকদের মানববন্ধন ও পূর্ণ দিবস কর্মসূচি পালন
নওগাঁ প্রতিনিধি
- আপডেট সময় : ০৭:৫০:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪
- / ৪২৮ বার পড়া হয়েছে
বাংলা খবর বিডি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ
(Google News) ফিডটি
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন ও পূর্ণ দিবস কর্মসূচি পালন করেছে বিভিন্ন স্কুলের শিক্ষকরা। আজ দুপুরে শহরের মুক্তির মোড়ে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে।
এ সময় বক্তব্য রাখেন, কেডি সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহেদ ফেরদৌস, আল মামুন, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মীর টিপু সুলতানসহ অন্যান্যরা।
মানববন্ধনে বক্তারা বলেন- জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পদে শতভাগ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদের পদায়নসহ বিভিন্ন দাবিতে শিক্ষাভবনে অবস্থান নেন মাধ্যমিক উপজেলা শিক্ষা কর্মকর্তারা। এ সময় প্রকল্প থেকে রাজস্ব খাতে আসা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা তাদের ওপর ন্যাক্কারজনক হামলাসহ শিক্ষিকাদের লাঞ্ছিত করা হয়। এমন ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
বাখ//এস