নওগাঁ প্রতিনিধি :
‘শোষণ মুক্তির চেতনায় জেগে ওঠো নারী’ এই শ্লোগানকে ধারন করে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শহীদ মিনার মুক্তির মোড়ে সমাজতান্ত্রিক মহিলা ফোরামের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বীথিরানী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ বক্তব্য রাখেন, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড দিলরুবা নূরী, বীর মুক্তিযোদ্ধা আলতাফুল হক চৌধুরী আরব, বাসদ নওগাঁ জেলা আহবায়ক কমরেড জয়নাল আবেদীন মুকুল, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম নওগাঁ জেলার সদস্য সচিব কমরেড তারামনি তিগ্যা, বীথিরানী মুন্ডা ও চৈতি রানী সাহা।
সমাবেশে বক্তারা বলেন, যে সমস্যা চিহ্নিত করে আজ থেকে ১১৩ বছর আগে এই দিবস পালনের সূচনা হয়েছিল তা আজো আমাদের সমাজে বিদ্যমান। নারী নির্যাতন ধর্ষণ সমাজের ব্যাধি হিসাবে চিহ্নিত হয়েছে। এখনো সমাজে নারীকে পন্য হিসাবে দেখা হয়। অথচ নারী মুক্তি ছাড়া সমাজের মুক্তি নেই। নারী মুক্তির প্রধান বাঁধা পুরুষতন্ত্র ও পুঁজিবাদ। বক্তাগণ পুরুষতন্ত্র ও পুঁজিবাদের বিরুদ্ধে লড়াই জোরদার করার আহবান জানান।
বা/খ: জই