মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৬:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বানারীপাড়ায় আ. রব সেরনিয়াবাতের জন্মদিন উদযাপন রমযান মাসজুড়ে অসহায় গরীব রোজাদারদের ভরসা চেয়ারম্যান শাকিল সিরিজ জয় নিশ্চিতের মিশনে দুরন্ত বাংলাদেশ বিয়ের দাবীতে প্রেমিকের বাড়ীতে প্রেমিকার অনশন বেলকুচির সাবেক এমপিএ ড. আবু হেনার প্রথম জানাজা সম্পন্ন  সরকারের পতন ঘটানোর ক্ষমতা বিএনপি-জামায়াতের নেই: হানিফ রাবিতে স্নাতক ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন চার লক্ষাধিক  সরাসরি বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কায় শ্রীলঙ্কা যুবলীগ নেতা গোলাপের মৃত্যুতে এমপি এনামুল হকের শোক প্রকাশ  আমার লাশ যেন কাউকে দেখতে দেয়া না হয়: মৌসুমী ঈশ্বরদীতে সংবাদ সম্মেলনে মায়ের উপর নির্যাতনের বিচার চাইলেন ছেলে  বিএনপি নেতারা অসংলগ্ন প্রলাপ করছেন : ওবায়দুল কাদের নির্বাচনে গণমাধ্যমকর্মীদের বাধা দিলে ৭ বছরের জেল মেক্সিকোতে অভিবাসন কেন্দ্রে আগুন, নিহত ৩৭ রাজারহাটে ৪মাস পর বেতন ভাতা পাবেন শিক্ষক-কর্মচারীরা

নওগাঁয় আন্তঃজেলা ডাকাত দলের সাত সদস্য গ্রেফতার

নওগাঁয় আন্তঃজেলা ডাকাত দলের সাত সদস্য গ্রেফতার

নওগাঁ প্রতিনিধি :

নওগাঁয় আন্তঃজেলা ডাকাত দলের সাত সদস্য গ্রেফতারসহ লুষ্ঠিত মালামাল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শনিবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১২টায় জেলা পুলিশ সুপার সভাকক্ষে সংবাদ সম্মেলন করেছেন পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক।

গ্রেফতাররা হলেন- বগুড়া জেলার মামুন মন্ডন ওরফে গদা (৩৫), ফিরোজ কাজী (২৭), জয়পুরহাট জেলার আলমগীর হোসেন (৩৯) ও নূর আলম (৩৫), নওগাঁর আত্রাই থানার লিটন মন্ডল (৩৫), মিলন হোসেন শান্ত (৩৬), ফিরোজ মন্ডল (৫২)।

পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক বলেন, গত ৯ ফেব্রয়ারি রাত সাড়ে ৯টার দিকে নওগাঁ জেলা থেকে একটি ট্রাকে ২৫০ বস্তা (৫০০ মন ধানের দাম ৬ লাখ টাকা) ধান নিয়ে জেলার বদলগাছী থানার ওপর দিয়ে নীলফামারি জেলার উদ্দেশ্যে রওয়ানা হয়। পথিমধ্যে রাত ১১টার দিকে বদলগাছী থানার জিধিরপুর এলাকায় হর্টিকালচারের পাশে পৌঁছলে কৌশলে ডাকাতদলের ৮-৯ জনের সদস্য ধান বোঝাই ট্রাকটি থামায়। এসময় চালক রাসেল (৩৫) ও তার সহযোগীকে গাছের ডাল দিয়ে মারপিট করে তাদের ফেলে রেখে ডাকাতরা ট্রাকটি নিয়ে পালিয়ে যায়। এসময় তাদের কাছে রাস্তায় খরচের জন্য থাকা ৮ হাজার টাকাও নিয়ে যায় ডাকাতরা।

পরে ট্রাক চালক রাসেল বদলগাছী থানায় বিয়ষটি অবগত করে। ট্রাকে লাগানো জিপিএস ট্রাকিং ডিভাইস এর মাধ্যমে প্রায় ২৪ ঘন্টায় পুলিশ অভিযান চালিয়ে বগুড়া জেলার ধাপের হাট থেকে লুণ্ঠিত মালামাল উদ্ধার ও ডাকাত দলের সদস্য মামুন মন্ডলকে গ্রেফতার করে।

তিনি বলেন, গ্রেফতারকৃত মামুন মন্ডল এর দেওয়া তথ্যমতে নওগাঁ, বগুড়া ও জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকা থেকে ডাকাতদলের আরো ছয় সদস্যকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত ট্রাক, ছুরি ও গাছের ডাল উদ্ধার করা হয়। নওগাঁ জেলা শস্যভান্ডার খ্যাত জেলা হওয়ায় অর্থনীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রশাসনিক ব্যবসায়িদের পন্য আনা নেওয়ার ক্ষেত্রে সাবির্ক সহযোগীতা করা হয়। আসামীদের বিরুদ্ধে রিমান্ড আবেদন করা হবে বলেও জানান পুলিশ সুপার।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান, বদলগাছী থানার অফিসার ইনচার্জ আতিয়ার রহমানসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

 

বা/খ: জই


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *